ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

বিশ্বের প্রথম কৃত্রিম ফতোয়া বিভাগ চালু করেছে দুবাই

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১০:৪৫ এএম, ০২ নভেম্বর ২০১৯

আধুনিক তথ্য প্রযুক্তির যুগে বিশ্বব্যাপী এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে বিভিন্ন বিষয়ে ইসলামিক ফতোয়া সেবা চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তার এ ইসলামিক ফতোয়া সেবাকে ‘ভার্চুয়াল ইফতা’ নামে নাম করেছে দেশটি।

গত মঙ্গলবার দুবাইয়ের আমিরাত টাওয়ারে ‘ভার্চুয়াল ইফতা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ইসলামিক সেবা কার্যক্রম উদ্বোধন করেন দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস (আইএসিএডি) দফতর।

ইসলামি বিষয়ক কোনো কিছু জানতে হলে মানুষ কোনো ইসলামিক ব্যক্তিত্ব বা ইসলামিক জ্ঞানে অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে যেতে হতো। এবার আর তা প্রয়োজন হবে না। বিভিন্ন সমস্যার সমাধানে প্রশ্নকারীরা ইন্টারনেট চ্যাটের মাধ্যমে প্রশ্ন করলেই ‘ভার্চুয়াল ইফতা’ লাইভ প্রশ্ন গ্রহণ করেই সে প্রশ্নের সমাধান দিয়ে দেবে।

প্রাথমিকভাবে ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস দফতর (আইএসিএডি) প্রাথমিকভাবে ‘ভার্চুয়াল ইফতা’-এর অধীনে নামাজ সম্পর্কিত প্রশ্নের সমাধান দিয়ে শুরু করেছে তাদের এ সেবা। এ মুহূর্তে নামাজ সম্পর্কিত ২০৫টি সমস্যার সমাধান দিতে সক্ষম ভার্চুয়াল ইফতা।

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তা মূলক সেবা ‘ভার্চুয়াল ইফতা’ উদ্বোধন উপলক্ষে দুবাইয়েল আমিরাত টাওয়ারে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস দফতর (আইএসিএডি)।

এ অনুষ্ঠানে আগতরা সরাসরি এ কার্যক্রম প্রত্যক্ষ করেন। ফতোয়া প্রদানের বিষয়ে দিন দিন কেমন পরিবর্তন ঘটছে সে বিষয়টিও দেখেন অংশগ্রহণকারীরা।

প্রাথমিকভাবে আরবি এবং ইংরেজি ভাষায় পরিচালিত হবে ‘ভার্চুয়াল ইফতা’-এর কৃত্রিম বুদ্ধমত্তা সমাধান। আইএসিএডি-এর ওয়েবেসাইট এর মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কার্যক্রমকে হোয়াটসঅ্যাপ-এ অর্ন্তভূক্ত করার পরিকল্পনা করছেন। ইসলামিক বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান ধাপে ধাপে এ সাইটে সংযুক্ত করা হবে।

উল্লেখ্য যে, বিশ্বের যে কোনো স্থান থেকেই ওয়েবসাইটের মাধ্যমে এ সেবা গ্রহণ করা যাবে। তবে খুব শিগগিরই আইএসিএডি স্মার্ট অ্যাপ অ্যাপল স্টোর ও গুগলের প্লে স্টোর থেকেও বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

এমএমএস/এমএস

আরও পড়ুন