ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মদিনার মসজিদে নববিতে নামাজ পড়ান যারা

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৯

মদিনার মসজিদে নববি ও মক্কার মসজিদে হারামে নামাজ পড়ানোর জন্য রয়েছে নির্ধারিত বেশ কয়েকজন ইমাম। যারা নির্ধারিত ওয়াক্তে নামাজ পড়িয়ে থাকেন। হারামাইন কর্তৃপক্ষ ইমামদের ওয়াক্ত ও দিনক্ষণ নির্ধারণ করে থাকেন।

কোন ইমাম কোনদিন কোন ওয়াক্ত নামাজ পড়াবেন হারামাইন কর্তৃপক্ষ তা আগে থেকেই নির্ধারণ করে দেন। সে আলোকেই মসজিদ নববি ও মসজিদে হারামে নির্ধারিত ইমামদের মাধ্যমে নামাজ পরিচালিত হয়।

হারামাইন কর্তৃপক্ষে বরাতে জানা যায়, মদিনার ইমামদের নামে তালিকা। তবে এ সপ্তাহে যারা মসজিদে নববিতে নামাজ পড়াবেন তাদের একটি তালিকা উল্লেখ করা হলো-

>> ফজর : শায়খ ড.আব্দুল মুহসিন বিন মুহাম্মাদ আল কাসিম।
>> জোহর : শায়খ সালাহ বিন মুহাম্মাদ আল বাদির।
>> আসর : শায়খ ড.আলি ইবনে আব্দুর রহমান আল হুজাইফি।
>> মাগরিব : শায়খ ড. আব্দুল বারি ইবনে ইওয়াজ আস সাবিতি।
>> ইশা : শায়খ ড. আহমাদ ইবনে তালিব ইবনে হুমাইদ।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) মক্কার মসজিদুল হারামে জুমার খোতবা ও নামাজের ইমাম ছিলেন ড. ফায়সাল গাজাবি এবং মদিনার মসজিদে নববিতে জুমার খোতবা ও নামাজের ইমাম ছিলেন ড. আব্দুল বারি ইবনে ইওয়াজ আস সাবিতি।

এমএমএস/পিআর

আরও পড়ুন