ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মক্কা-মদিনায় হাজিদের জরুরি সেবায় প্রস্তুত ১৬০০ স্বেচ্ছাসেবক

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৪ আগস্ট ২০১৯

সৌদি আরবের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ (এসআরসিএ) এ বছর হজ চলাকালীন সময়ে মক্কা ও মদিনার জরুরি সেবা ও সচেতনতামূলক পরিসেবা সরবরাহ করতে ১ হাজার ৬০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে। এ সব স্বেচ্ছাসেবক মসজিদে হারাম, মিনা, আরাফা ও মুজদালেফা ও মদিনায় সেবা প্রদান করবে। খবর আরব নিউজ।

পবিত্র নগরী মক্কার মসজিদে হারামসহ আশপাশের এলাকায় জরুরি সেবা দিতে সব সময় প্রস্তুত থাকবে ৫৫০ জনেরও বেশি রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক। শুধু কাবা শরিফে দায়িত্ব পালন করবে ১২০ স্বেচ্ছাসেবক।

এদের মধ্যে মিনায় ৮০ জন, আরাফাতের ময়দানে ৩৫ জন, মুজদালেফায় ৫৫ জন নিয়মিত স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় প্রস্তুত থাকবে তারা।

বাকি ১০ হাজার ৫০ জন রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে পথে ও মদিনায় জরুরি সেবা প্রদানে নিয়োজিত থাকবে।

মক্কার মসজিদে হারাম, কাবা শরিফ, মিনা, মুজদালেফা, আরাফাসহ মদিনা যাওয়ার পথে পথে ও মদিনায় হাজিদের ভ্রমণ ও হজের কার্যক্রম সুষ্ঠু-সুন্দরভাবে নিরাপদে সম্পন্ন করতেই রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের এ বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা হাজিদের হজের কার্যক্রমকে সহজ ও নিরাপদ করবে।

এমএমএস/পিআর

আরও পড়ুন