তুরস্ক আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতায় ক্বারী মানজুরের সাফল্য
মাহাদুল ক্বেরাত বাংলাদেশ-এ অধ্যয়নরত বিদেশি ছাত্র ভারতের ক্বারী মানজুর আহমদ তুরস্কের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সাফল্য লাভ করেছেন। ভারতের বাছাই পরীক্ষায় প্রথম স্থান লাভ করে তুরস্ক আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন ক্বারী মানজুর আহমদ।
পবিত্র রমজান মাসে শুরু হওয়া তুরস্কের আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতায় বিশ্বের ৮৬টি দেশের প্রতিযোগিরা প্রতিনিধিত্ব করেন। তাদের মধ্যে ভারতের ক্বারী মানজুর আহমদ ৫ম স্থান লাভ করে সাফল্যের স্বাক্ষর রাখেন।
বাংলাদেশের প্রধান ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী কর্তৃক পরিচালিত দেশের সর্বপ্রথম স্বতন্ত্র ইলমে ক্বেরাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান 'মাহাদুল ক্বেরাত বাংলাদেশ'-এর বিদেশি ছাত্রদের মধ্যে অন্যতম ভারতের হাফেজ ক্বারী মো. মানজুর আহমাদ।
তুরস্কে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার শুরু থেকেই ক্বারী মানজুর আহমদ কৃতিত্ব দেখিয়েছেন। মাহাদুল ক্বেরাত বাংলাদেশের বিদেশি ছাত্র হাফেজ ক্বারী মানজুরের প্রতি রইলো শুভ কামনা। আল্লাহ তাআলা হাফেজ ক্বারী মানজুরকে ইলমে ক্বেরাত ও কুরআনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।
এমএমএস/জেআইএম