ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

ঈদের দিন দেখা-সাক্ষাতে যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৪ জুন ২০১৯

শাওয়ালের মাসের প্রথম দিন সকাল বেলা ঈদের জামাআতে হাজির হবে মুমিন মুসলমান। সবাই পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ করবে। হাসি মুখে সালাম ও কুশল বিনিময় করবে। একে অপরের সঙ্গে হাত মেলাবে, বুক মেলাবে।

ঈদের দিন পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাতে রোজা ও রমজানের ভালো কাজগুলো কবুলের জন্য একে অপরের জন্য বেশি বেশি দোয়া করবে-

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الأَعْمَالِ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ’মাল।’
অর্থ : ‘আল্লাহ তায়ালা আমাদের ও আপনাদের ভাল কাজগুলো কবুল করুন।’

রমজান মাসব্যাপী রোজা পালন, তারাবিহ, তাহাজ্জুদসহ নফল নামাজ, কুরআন তেলাওয়াত এবং মানুষের ভালো কাজগুলো কবুলে একে অপরের জন্য দোয়া ও কল্যাণ কামনা রয়েছে এ দোয়ায়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈদের দিন পরস্পরের সাক্ষাতে এ দোয়া বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন