ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

তাবলিগের প্রবীণ মুরব্বি ইফতেখারুল হাসান কান্ধলভির ইন্তেকাল

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০১:২০ পিএম, ০৩ জুন ২০১৯

উপমহাদেশের ইলমে হাদিসের মহান খাদেম মাওলানা মুফতি ইফতেখারুল হাসান কান্ধলভি গতকাল রোববার স্থানীয় সময় ৬টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার সকাল ৮টায় তার জানাযা অনুষ্ঠিত হয়।

তিনি ছিলেন ভারতের অন্যতম একজন আলেমে দীন৷ ইলমে হাদিসের একজন নিবেদিত খাদেম ও হজরত মাওলানা আব্দুল কাদের রায়পুরী রহমাতুল্লাহি আলাইহির অন্যতম একজন খলিফা৷

তিনি হজরত মাওলানা সাদ কান্ধলভির পীর ছিলেন। মাওলানা সাদ কান্ধালভীকে চার তরীকতের খেলাফত বা এজাজত দিয়েছেন বলেও জানা যায়।

উল্লেখ্য যে, তাবলিগের জিম্মাদার মরহুম মাওলানা ইজহারুল হাসান রহমাতুল্লাহি আলাইহির আপন ছোট ছিলেন মাওলানা ইফতেখারুল হাসান কান্ধলভি।

মাওলানা ইফতেখারুল হাসান কান্ধালভির মৃত্যুতে ভারতের নিজামুদ্দিন মারকাজসহ বিশ্বব্যাপী তার অনুসারি ও আলেম-ওলামাদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আল্লাহ তাআলা ইলমে হাদিসের এ রাহবারকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/এমকেএইচ

আরও পড়ুন