আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে বাঁচতে যে দোয়া পড়বেন
দুনিয়া পরকালের আবাদভূমি। পরকালের সফলতায় দুনিয়ার সময়কে ভালো কাজে অতিবাহিত করতে হবে। অন্যায় ও অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকতে হবে। তবেই সফল হবে মানুষ।
রমজান সব অন্যায় ও অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার অন্যতম সময়। এর মধ্যেও মানুষ বিভিন্ন কারণে অন্যায়ের প্রতি ধাবিত হয়। অন্যায় ও অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকতে বেশি বেশি এ দোয়া পড়া-
اَللَّهًمَّ اِنِّى أَسْئَا لُكَ فِيْهِ مَا يُرْضِيْكَ وَ اَعُوْذُبِكَ مِمَّا يُؤْذِيْكَ وَ اَسْأَلُكَ التَّوْفِيْقَ فِيْهِ لِاَنْ اُطِيْعَكَ وَلَا اَعْصِيْكَ يَا جَوادَ السَّائِلِيْنَ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফিহি মা ইয়ুরদিকা; ওয়া আউজুবিকা মিম্মা ইয়ুজিকা; ওয়া আস্আলুকাত তাওফিক্বা ফিহি লিআন উত্বিআকা ওয়া লা আচিয়াকা; ইয়া ঝাওয়াদাস সায়িলিন।
আরও পড়ুন > সালাতুত তাসবিহ পড়বেন যেভাবে
অর্থ : হে আল্লাহ! আজ তোমার কাছে ওই আবেদন করছি, যার মধ্যে তোমার সন্তুষ্টি রয়েছে। যা কিছু তোমার কাছে অপছন্দনীয়, তা থেকে তোমার আশ্রয় চাই। তোমারই আনুগত্য করার এবং তোমার নাফরমানী থেকে বিরত থাকার তাওফিক চাই। হে আবেদনকারীদের প্রতি দানশীল।
রোজাদারের জন্য একটি কথা মনে রাখা জরুরি-
আল্লাহ তাআলা মন্দ কাজ সংঘটিত হওয়ার সব বিষয়গুলোকে হালকা করেছেন রোজাদারের ইবাদত-বন্দেগি করার জন্য। জান্নাতের দরজা খুলে দিয়েছেন জান্নাতি পরিবেশ লাভের জন্য। আবার জাহান্নামের দরজা ও শয়তানকে বেড়ি পড়ানোর মাধ্যমে অপরাধ প্রবণতা কমিয়ে দিয়েছেন।
সুতরাং পরকালের সফলতায় আল্লাহর কাছে অপছন্দনীয় যে কোনো কাজ থেকে বিরত থাকতে তার কাছে আশ্রয় প্রার্থনার বিকল্প নেই।
আরও পড়ুন > পুরো রোজায় যে বিশেষ দোয়াগুলো পড়বেন
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার অপছন্দনীয় অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। ভালো কথা ও কাজের মাধ্যমে পরকালের সফলতা লাভের তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/পিআর