মদিনা শরিফের ইমাম শায়খ আব্দুল কাদিরের ইন্তেকাল
মদিনার মসজিদে নববির ইমাম প্রখ্যাত মুফাসসির শায়খ আব্দুল কারিদ শাইবা আলম-হামদ গত সোমবার (২৭ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মসজিদে নববির এ শতবর্ষী ইমাম ১৯২১ সালে মিসরে জন্ম গ্রহণ করেন। মিসরের বিশ্ববিখ্যাত জামে আল-আজহারে ইসলামি শরিয়া অনুষদে লেখাপড়া করেন। অতঃপর মিসরেই ১০ বছর ইসলামি শরিয়া বিষয়ের ওপর শিক্ষকতা করেন।
শায়খ আব্দুল কাদির শাইবা আল-হামদ সৌদি আরবের মাহাদ বুরাদাহ আল-ইলমিতে শিক্ষক হিসেবে নিয়োগ পেলে তিনি মিসর থেকে সৌদিতে চলে আসেন। অতঃপর রিয়াদে আরবি ভাষা ও শরিয়া কলেজে শিক্ষকতা শুরু করেন।
রিয়াদের আরবি ভাষা ও শরিয়া কলেজে শিক্ষকতা করাকালীন সময়ে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে নিযুক্ত হন। ১৯৮৬ ও ১৯৮৮ সালের রমজানে তিনি মসজিদে নববিতে তাহাজ্জুদ নামাজের ইমামতি করেন।
আল্লামা আল-হামদ দীর্ঘ ১৪ বছর ধরে মসজিদে নববিতে কুরআনের তাফসিরের ওপর বিশেষ দরস প্রদান করেন।
গত মঙ্গলবার (২৮ মে) আসরের নামাজের পর মরহুমের জানাজা শেষে রিয়াদের উত্তরে অবস্থিত কবরস্থানে তাকে দাফন করা হয়।
আল্লাহ তাআলা দাওয়াতে দ্বীনের এ খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।
এমএমএস/জেআইএম