ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

কাবা শরিফের ইমামের কণ্ঠে কুরআন শেখার অ্যাপ ‘মাসহাফুল হারামাইন’

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১০:২০ এএম, ২৯ এপ্রিল ২০১৯

কুরআন নাজিলের মাস রমজান উপলক্ষ্যে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় বিশেষ প্রস্তুতি স্বরূপ কুরআন পড়ার সহজ অ্যাপ চালু করতে যাচ্ছে হারামাইন কর্তৃপক্ষ।

‘মাসাহাফুল কুরআন’ নামে মক্কা ও মদিনার প্রধান ইমাম ড. শায়খ আব্দুর রহমান আস-সুদাইসির কণ্ঠে কুরআন তেলাওয়াতের একটি অ্যাপ তৈরি করা হয়েছে। এ অ্যাপের সাহায্যে রমজান মাসে মুসল্লিরা সহজে কুরআন পড়তে পারবে।

প্রযুক্তির নির্ভর অ্যাপের সাহায্যেই সহজভাবে কুরআন পড়ার পাশাপাশি কুরআন বুঝা এবং কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণও এ অ্যাপের মাধ্যমে জানা যাবে ।

দুই পবিত্র মসজিদের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে, গত ২৪ এপ্রিল মক্কা ও মদিনার প্রধান ইমাম ড. শায়খ আব্দুর রহমান আস-সুদাইসি তারতিলের সঙ্গে কুরআন পড়ার এ অ্যাপটি উদ্বোধন করেন।

অ্যাপটিতে কুরআন তেলাওয়াতের সময় মোবাইল বা ট্যাবের স্ক্রিনে বাদশাহ ফাহাদ ফাউন্ডেশন থেকে প্রকাশিত পবিত্র কুরআনের মুদ্রণ কপি দেখা যাবে। অ্যাপটিতে কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণসহ বেশ কিছু তথ্য-উপাত্ত সংযোজন করা হয়েছে।

অ্যাপটি দেখতে ক্লিক করুন-

এমএমএস/এমকেএইচ

আরও পড়ুন