ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

বসনিয়াকে রঙিন করেছে সুলেজমানিয়া মসজিদ

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১১:০৪ এএম, ১৭ এপ্রিল ২০১৯

ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্বে বলকান উপদ্বীপে অবস্থিত দেশ বসনিয়া-হার্জেগোভিনা। দেশটির বৈচিত্র্য ও কারুকার্যময় শহর ট্রাভনিক। শহরটিকে রঙিন করে তুলেছে ঐতিহাসিক সুলেজমানিয়া মসজিদ।

ঐতিহাসিক রঙিন কাজে সুসজ্জিত সুলেজমানিয়া মসজিদটি ট্রাভনিক শহরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। নতুন করে সুসজ্জিত করার পর গত ১৩ এপ্রিল মসজিদ উদ্বোধন করা হয়।

Mosque

বসনিয়ার ট্রাভনিক শহরের মসজিদটি পুনঃউদ্বোধনের সময় বিপুল সংখ্যক মুসলিম ও রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন। ঐতিহাসিক এ মসজিদটি ‘সিটি অব ভিজেয়ার্স’ হিসেবেও সমধিক পরিচিত। যাকে শহরের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়।

এ মসজিদের অলংকরণ অটোমান সম্রাজ্যের স্থাপত্য শিল্পে নির্মিত। যার সাজ সজ্জায় ইসলামি শিল্প স্থাপত্য ফুটে ওঠেছে।

Mosque

উল্লেখ্য যে, মসজিদটি ১৭৫৭ সালে নির্মিত। ১৮১৫ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনঃসংস্কারের সময় এটি বড় করা হয়নি। মসজিদটির বামদিক ঘেঁষে নির্মিত হয়েছে সুন্দর মিনার।

মসজিদটি ছোট আকারে নির্মিত হলেও তার মূল অবকাঠামো এখনো অপরিবর্তিত রয়েছে। তাতে শুধু সৌন্দর্য বর্ধন করতে ইসলামি ও অটোমান স্থাপত্যের আলোকে রঙিন করে তোলা হয়েছে।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন