মুসলিম জনপদ ‘বাংসামোরো’র স্বাধীনতায় গণভোটের ফলাফল
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মুসলিম অধ্যুষিত এলাকার স্থানীয় অধিবাসীরা স্বাধীনতার প্রশ্নে ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। এ অঞ্চলের মুসলিম অধিবাসীরা বাংসামোরো জনপদের স্বাধীনতা লাভে গণভোটে অংশগ্রহণ করে।
বেসরকারি ফলাফল অনুযায়ী বিপুল পরিমাণে ‘হ্যাঁ ভোট’ জয়যুক্ত হয়েছে। ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হওয়ায় বাংসামোরো জনপদের স্বাধীনতা লাভ প্রক্রিয়া আরেক ধাপ এগিয়ে গেলো।
গত সোমবার (২১ জানুয়ারি) ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও, লানাও দেল সুর, বাসিলান দ্বীপপুঞ্জ, কোটাবাটো এবং ইসাবেলার শহর তাওটি-তাওটি ও সুলুতে এই গণভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রথম পাঁচটি অঞ্চল ‘স্বায়ত্ব শাসিত’ মুসলিম মিন্দানাও প্রদেশে অবস্থিত। আর ইসাবেলার শহর দুটি মিন্দানাওয়ের বাহিরে অবস্থিত।
আরও পড়ুন > স্বাধীনতার পথে মুসলিম জনপদ ‘বাংসামোরো’
এ সব অঞ্চলের লোকদের কাছে জানতে চাওয়া হয়েছে যে, তারা মিন্দানাওকে সম্প্রসারিত মুসলিম বাংসামোরো স্বায়ত্ব শাসিত অঞ্চলের সঙ্গে একত্রিত হতে চায় কিনা?
গণভোটের ফলে মিন্দানাও মুসলিম স্বায়ত্ব শাসিত অঞ্চলকে সম্প্রসারিত বাংসামোরো মুসলিম অঞ্চলের সঙ্গে একত্রিত করে নতুন আইন পাস করবে দেশটির সরকার।
নির্বাচন কমিশনের দেয়া তথ্যে প্রত্যেক অঞ্চলের গণভোটের ফলাফল
> কোটাবাটো শহর
- ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৬ হাজার ৬৮২। আর
- ‘না’ ভোট পড়েছে ২৪ হাজার ৯৯৪টি।
> মিন্দানাও অঞ্চল
- ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ লাখ ৩৩ হাজার ২৭৩টি। বিপরীতে
- ‘না’ ভোট পড়েছে ১৫ হাজার ৯৯০টি।
> বাসিলান শহর
- ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯৮টি। আর
- ‘না’ ভোট পড়েছে ৬ হাজার ৪৯৬টি।
> লানুভীই শহর
- ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৭ হাজার ৮৯১টি। আর
- ‘না’ ভোট পড়েছে ৯ হাজার ৮১৬টি।
> সুলু শহর
- ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫ লাখ ৩ হাজার ৬২৬টি। আর
- ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫২ হাজার ৪৯৩টি।
তাওটি-তাওটি শহর
> ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৪৩টি। আর
- ‘না’ ভোট পড়েছে ৯ হাজার ৯৪১৯টি।
> কাটুবাটু শহর
- ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৬ হাজার ৬৮২টি। আর
- ‘না’ ভোট পড়েছে ২৪ হাজার ৯৯৪টি।
উল্লেখ্য যে, ৯২ শতাংশ মুসলিম অধ্যুষিত মুসলিম জনপদ বাংসামোরো। জানুয়ারি ২০১৯ থেকে বিশ্ব মানচিত্রে নতুন মুসলিম দেশ হিসেবে স্থান পাবে ‘বাংসামোরো’। এটি ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের অন্তর্ভূক্ত। মোরো সংক্ষিপ্ত নামে পরিচিত নতুন দেশটির মোট জনসংখ্যা ২ কোটি ৫৬ লাখ।
নির্যাতিত মুসলিম জনপদ বাংসামোরো পূর্ব এশিয়ার ফিলিস্তিন নামে সমধিক পরিচিত। লাখো মানুষ জীবনদানের মাধ্যমে দীর্ঘ ৫০ বছরের স্বাধীনতা আন্দোলন সংগ্রামে বিজয়ী হয়েছে মোরো জাতি।
এ গণভোটের আলোকে আশা করা যায়, স্বাধীনতার মুখ দেখবে মুসলিম অধ্যুষিত জনপদ বাংসামোরো।
এমএমএস/পিআর