ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

বিশ্ব ইজতেমা আয়োজনে চূড়ান্ত ৮ সিদ্ধান্ত

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯

অনেক চড়াই-উতরাই পেরিয়ে তাবলিগ জামাতের বিবাদমান উভয় পক্ষ এক হয়ে বিশ্ব ইজতেমা আয়োজনে ঐক্যবদ্ধ হয়েছে। সেমতে টঙ্গির তুরাগ তীরে আগামী ১৫-১৭ ফেব্রুয়ারি ২০১৯ অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।

এবারের বিশ্ব ইজতেমাকে সুন্দরভাবে আঞ্জাম দেয়ার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মধ্যস্থতায় তাবলিগের আহলে শুরার মুরব্বিদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৮ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে তাবলিগের মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, খান মুহাম্মদ সাহাবুদ্দিন এবং মাওলানা ওমর ফারুক।

গৃহীত ৮ সিদ্ধান্ত-
> বিশ্ব ইজতেমা আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ২০১৯-এ নির্ধারিত হয়েছে।
> তাবলিগের মধ্যে কোনো উপদেষ্টা থাকবে না। তবে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৪ সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি থাকবে।
> বয়ান বা আমলের জন্য আগের মতো নিজামুদ্দিনের জামাতসহ উভয়পক্ষ বিশ্ব ইজতেমায় আসবেন।
> বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভির অংশগ্রহণে বাধা নেই। নিরাপত্তার বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিদ্ধান্ত নেবে।
> বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ না আসলে মাওলানা আহমদ লাট ও মাওলানা ইবরাহিম দেওলা আসবেন না।
> হাফেজ মাওলানা জুবায়ের এবং সৈয়দ ওয়াসিফুল ইসলাম যৌথভাবে বিশ্ব ইজতেমা পরিচালনা করবেন।
> ধর্মসচিব সারা বাংলাদেশের প্রশাসনকে জানাবেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ বিষয়ে সহযোগিতা করবেন।
> তাবলিগের মুরব্বিদের নিয়ে ধর্মমন্ত্রী হাফেজ শেখ আব্দুল্লাহ শীঘ্রই নিজামুদ্দিন যাবেন।

এমএমএস/এমএস

আরও পড়ুন