ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

এবার মক্কা-মদিনায় রেকর্ডসংখ্যক ওমরা পালনকারী

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১০:০০ এএম, ১৩ জানুয়ারি ২০১৯

এ বছর মক্কা মদিনায় ওমরা পালনকারীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বেশি। এ যেন প্রত্যাশার চেয়ে বেশি প্রাপ্তি। হজ ও ওমরা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ ১৩ জানুয়ারি পর্যন্ত ২৭ লাখ ৮৫ হাজার ৭৯০ জনের ওমরা ভিসা ইস্যু করেছে সৌদি আরব। এর মধ্যে ওমরা সম্পন্ন করেছে ২৩ লাখ ৪৬ হাজার ৪২৯ জন।

দেশটির ‘ভিশন-২০৩০’-এর পরিকল্পনা হলো সর্বোত্তম ব্যবস্থাপনার মাধ্যমে প্রতি বছর ৩ কোটি লোককে ওমরা পালনের সুব্যবস্থা করবে।

২৭ লাখ ৮৫ হাজার ৭৯০জনের ওমরা ভিসা ইস্যু করেছে দেশটি। এর মধ্যে ইতিমধ্যে ২৩ লাখ ৪৬ হাজার ৪২৯ জন ওমরা পালনে সৌদি আরব ভ্রমণ করেছে।

Visa

সৌদি আরবের মক্কা ও মদিনায় বর্তমানে অবস্থান করছে ৩ লাখ ৪৫ হাজার ১১৪ জন ওমরা পালনকারী। এর মধ্যে মক্কায় অবস্থান করছেন ২ লাখ ৩৩ হাজার ৯১০জন আর মদিনায় অবস্থান করছেন ১ লাখ ১১ হাজার ২০৪জন।

আকাশ পথে ভ্রমণকারীর সংখ্যা হলো ২১ লাখ ২২ হাজার ৪২৪জন, সড়ক পথে ২ লাখ ১৩ হাজার ১২১ জন এবং নৌপথে ১০ হাজার ৮৮৪জন।

ইতিমধ্যে যে সব দেশ থেকে সর্বোচ্চ সংখ্যক ওমরা পালন করেছে, তাহলো-
> পাকিস্তান- ৬ লাখ ৩৭ হাজার ৭৪৫ জন।
> ইন্দোনেশিয়া- ৪ লাখ ২০ হাজার ৪১০ জন।
> ইন্ডিয়া- ২ লাখ ৯২ হাজার ৬০৭ জন।
> মালয়েশিয়া ১ লাখ ৩৫ হাজার ৮৯৫ জন।
> ইয়েমেন- ১ লাখ ২৮ হাজার ৬১৮ জন।
> মিসর- ৭৩ হাজার ১৭৯ জন।
> তুরস্ক- ৬৫ হাজার ৯৭০ জন।
> সংযুক্ত আরব আমিরাত- ৫৯ হাজার ৮৫৫ জন। এবং
> বাংলাদেশ- ৫৭ হাজার ৭০১ জন।

Visa

আরও পড়ুন > মক্কা-মদিনায় প্রতিবন্ধী হাজিদের জন্য বিশেষ সেবা

ইতিমধ্যে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় সর্বোচ্চ হজ সেবা প্রদানে দর্শণার্থীদের সুবিধার্থে অনেক প্রকল্প গ্রহণ করেছে। প্রতিবন্ধীদের জন্য বিশেষ সেবাসহ অন্যান্য অনেক সেবা কার্যক্রম বিশেষ ব্যবস্থাপনায় অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, প্রতিবছরই এ দুই পবিত্র নগরীতে রমজান উপলক্ষে জিয়ারতকারীদের রেকর্ডসংখ্য উপস্থিতি বেড়ে যায়। কিন্তু এ বছর ওমরা পালনে অন্যান্য বারের চেয়ে রেডর্কসংখ্য উপস্থিতি লক্ষ্যনীয়। যা অন্য সময়ের চেয়ে অনেক বেশি। রমজানে এ উপস্থিতি আরো বাড়বে। বছর শেষে লক্ষমাত্রায় পৌছতে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বদ্ধপরিকর।

এমএমএস/এমএস

আরও পড়ুন