ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মুহাদ্দিস মাওলানা আবদুল্লাহর ইন্তেকাল

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০২ জানুয়ারি ২০১৯

ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দীকিয়া তেরাবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ গতকাল ১ জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃতু্যতে ছাত্র-শিক্ষক ও মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এপেন্ডেসাইডের ব্যথা নিয়ে শেরপুর সদর হাসপাতালে ভর্তি হন মাওলানা আব্দুল্লাহ। গত ৩১ ডিসেম্বর সকালে মাওলানা আব্দুল্লাহর অপারেশন করা হয়। অপারেশনের সময় তার রক্তচাপ কমে গেলে অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে সেখানে তিনি ইন্তেকাল করেন।

শেরপুরে শহরে জন্ম নেয়া মাওলানা আব্দুল্লাহ শহরের জামিয়া সিদ্দীকিয়া তেরাবাজার মাদরাসায় দীর্ঘ দিন ধরে সিনিয়র মুহাদ্দিস ও এসআর অফিস জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করে আসছিলেন। খ্যাতিমান এ মুহাদ্দিস জামিয়া সিদ্দীকিয়াতেই তার শিক্ষা জীবন করেন। শেষ কর্মস্থলও এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

মৃত্যুকালে মাওলানা আবদুল্লাহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ তার কর্মস্থল জামিয়া সিদ্দীকিয়া তেরাবাজার মাদরাসা ময়দানে জানাযা অনুষ্ঠিত হয়।

আল্লাহ তাআলা ইলমে হাদিসের এ খাদেমকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন