ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

ভারতে হাতে লেখা কুরআনের মোড়ক উন্মোচন

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১১:৩৪ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮

বেগম মুহাম্মাদ জাহান। ভারতের এক কুরআন প্রেমিক নারী। হাতে লিখেছেন পুরো কুরআন। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে ভারতীয় এ নারীর হাতে লেখা কুরআনের পাণ্ডুলিপির মোড়ক উন্মোচন করা হয়েছে।

পুরো কুরআনুল কারিম কলম দ্বারা হাতে লেখা একদম সহজ কাজ নয়। এই প্রথম কোনো ভারতীয় নারী হিসেবে বেগম মুহাম্মাদ জাহান এ কঠিন কাজটি সম্পন্ন করেছেন। গত ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে হাতে লেখা কুরআনের এ পাণ্ডুলিপিটির মোড় উন্মোচন করা হয়।

ডা. নুরুল হাসান আনসারি ফাউন্ডেশন ও বিশ্ব উর্দু অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে মোড়ক উন্মোচন উপলক্ষ্যে ভারতের নয়া দিল্লির সাংবিধানিক ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেগম মুহাম্মাদ জাহানের হাতে লেখা কুরআনের পাণ্ডুলিপির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব উর্দু বিশ্ব ইউনিয়নের প্রধান অধ্যাপক মুহাম্মদ আকরাম উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব নয়া দিল্লির সংসদ সদস্য সাইয়েদ নাসির হুসাইনসহ অনেক ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআনুল কারিম হাতে লেখা অনেক কঠিন ও কষ্টকর কাজ। আল্লাহ তাআলা কুরআনের পাণ্ডুলিপির লেখিকা বেগম মুহাম্মাদ জাহানকে উত্তম প্রতিদান দান করুন।

এমএমএস/পিআর

আরও পড়ুন