শামসুল ওলামা মাওলানা শামসুল হকের ইন্তেকাল
বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শামসুল ওলামা মাওলানা শামসুল হক (৯৫) কুমিল্লার খিদমাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৫ ডিসেম্বর দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী খেড়িহর মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল হক বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে কুমিল্লাহ খিদমাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, ছাত্র-শিক্ষক ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ইলমি অঙ্গনে দেশের শীর্ষস্থানীয় আলেম হিসেবে তার ২ ছেলে বিশেষভাবে সুপরিচিতি। তারা হলেন- মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়ার প্রধান মুফতি মাওলানা আবুল হাসান মুহাম্মদ আবদুল্লাহ এবং প্রখ্যাত হাদিস বিশারদ মাওলানা মুহাম্মদ আবদুল মালেক।
আজ বুধবার চাঁদপুরের খেড়িহর মাদরাসা ময়দানে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
তার মৃত্যুতে দেশের অসংখ্য আলেম-ছাত্র-শিক্ষক শোক ও সমবেদনার পাশাপাশি তার মাগফেরাত কামনা করেছেন। আল্লাহ তাআলা মাওলানা শামসুল হককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
এমএমএস/এমকেএইচ