ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মসজিদে আজান নিয়ে সুইডেনের ধর্মযাজক যা বললেন

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০২:২৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

সুইডেনের মুসলিমরা তাদের মসজিদ কিংবা উপাসনালয়ে নামাজের জন্য আজান দিতে পারবে বলে মত দিয়েছেন দেশটির আর্কডোসিস গির্জার ধর্মযাজক। ইউরোপের দেশ সুইডেনে বছরের কিছু অনুষ্ঠানে উচ্চস্বরে গির্জার ঘণ্টাধ্বনি এবং বিশেষ ঘড়ির সময় ঘোষণা করা ছাড়া আজানসহ যে কোনো উচ্চস্বরে আওয়াজ নিষিদ্ধ।

সম্প্রতি সুইডেনের কার্লস্টেল শহরের আর্কডোসিস চার্চের পাদ্রী ঘোষণা করেছেন যে, মসজিদের মিনার থেকে মুসলমানদের আজান প্রচারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যা সুইডেনে বেশ কয়েকটি জাতীয় প্রত্রিকায় প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য যে, সুইডেনের মসজিদে আজান প্রচারের ক্ষেত্রে কিছু রাজনৈতিক ব্যক্তি ও দল বিরোধিতা করে আসছে। বিভিন্ন মত পার্থক্যের মধ্যে গির্জার পাদ্রীরা আজানের পক্ষে মত দেয়ায় তা ইতিবাচক ভূমিকা পালন করবে।

এমএমএস/এমকেএইচ

আরও পড়ুন