ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মসজিদ উদ্বোধন ও কুরআন চুম্বন করলেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৮

আলেকজান্ডার লুকাশেঙ্কো। মধ্য পূর্ব ইউরোপের স্থলবেষ্টিত দেশ বেলারুশ। দেশটির রাজধানী মিনস্কে নবনির্মিত মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে তিনি পবিত্র কুরআনুল কারিম চুম্বন করে ইসলাম ও মুসলমানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন।

মধ্য পূর্ব ইউরোপের প্রজাতান্ত্রিক দেশ বেলারুশ। দেশটির রাজধানী মিনস্কে নির্মাণ করা হয়েছে নতুন মসজিদ। এ মসজিদটি উদ্বোধন করতে দেশটিতে সফর করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান।

মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ছিলেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। মসজিদ উদ্বোধনের পর মসজিদ পরিদর্শনের সময় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো পবিত্র কুরআনুল কারিম চুম্বন করেন।

Belarush-1

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও অনুষ্ঠানে উপস্থিত জনতার সামনে বেলারুশের প্রেসিডেন্ট পবিত্র কুরআনকে চুম্বন ও স্পর্শ করে ইসলাম ও মুসলমানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ফলে বেলারুশের মুসলমানরা তাতে আনন্দ প্রকাশ করেন।

মুসলিম উম্মাহ সম্মানের সর্বোচ্চ পর্যায় থেকে পবিত্র কুরআনকে চুম্বন করে। হৃদয়ের সর্বোচ্চ আবেগ দিয়ে স্পর্শ করে।

মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত মুসলিম জনতা তরুস্কের প্রেসিডেন্ট এরদোগান ও স্বাগতিক দেশ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে আন্তরিক অভিনন্দন জানান।

এমএমএস/পিআর

আরও পড়ুন