ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

তরুণ লেখক মাওলানা মুহাম্মদ রাশিদুল হকের ইন্তেকাল

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০১:১০ পিএম, ২৭ অক্টোবর ২০১৮

তরুণ আলেম ও লেখক মাওলানা মুহাম্মদ রাশিদুল হক (৩৫) গত বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে মাওলানা রাশিদুল হক স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন।

গোপালগঞ্জের কাশিয়ানিতে মাওলানা রাশিদুল হকের জন্ম। তিনি মিরপুর দারুর রাশাদ মাদরাসার শাইখুল হাদিস ও আল কাওসার প্রকাশনীর স্বত্বাধিকারী আল্লামা হাবিবুর রহমানের জামাতা।

রাজধানীর সাইনবোর্ডস্থ মারকাজুত তালিমের মুহাদ্দিস ছিলেন। পাশাপাশি নিয়মিত বিভিন্ন দৈনিক ও অনলাইন গণমাধ্যমে গবেষণাধর্মী লেখালেখি করতেন। তরুণ এ লেখকের মৃত্যুতে ইসলামি লেখক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য যে, ২০১৭ সালের ২৬ অক্টোবর মাওলানা রাশিদুল হক ডেমরার স্টাফ কোয়ার্টারে সড়ক দুর্ঘটনায় মাথা, কান, হাত, কোমর ও পায়ে মারাত্মকভাবে আঘাত। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে ২ নভেম্বর ২০১৭ ঢাকা অর্থোপেডিক হাসপাতালে ডা. সালেক তালুকদারের তত্বাবধানে অপারেশন হয়। অপারেশনের পর কিছুটা সুস্থ হলেও চলাফেরা করতে পারতেন না। সারাদিন শুয়েই থাকতো হতো তাকে।

দীর্ঘ এক বছর যাবত অসুস্থতার পর গত বৃহস্পতিবার রাত পৌনে ১২ টায় মাওলানা মুহাম্মদ রাশিদুল হক আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। শুক্রবার বাদ জুমআ মিরপুরের মাদরাসা দারুর রাশাদের মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

আল্লাহ তাআলা দ্বীনের এ খাদেম মুহাদ্দিস ও তরুণ লেখককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/পিআর

আরও পড়ুন