ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মহররমের অনুষ্ঠানে যোগ দিলেন নরেন্দ্র মোদি

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহররমের এক অনুষ্ঠানে যোগদান করেছেন। তিনি সাম্য, সম্প্রীতি, শান্তি ও ন্যায়বিচারের প্রয়োজনীয়তার ওপর জোড় দিতেই বোহরা মুসলমানদের আয়োজিত অনুষ্ঠান উপভোগ করেন এবং সেখানকার মসজিদ পরিদর্শন করেন।

ইমাম হুসাইনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভারতের মধ্য প্রদেশের বোহরা সম্প্রদায় এ মহররম অনুষ্ঠানের আয়োজন করে।

এ অনুষ্ঠানে যোগদানের সময় ভারতের প্রধানমন্ত্রী সাদা পোশাকে উপস্থিত হন। উপস্থিত সবার সঙ্গে কুশলবিনিময় করেন।

southeast

অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, ‘ইমাম হুসাইন শান্তি ও ন্যায়বিচারের জন্য নিজের জীবন বিসর্জন করেন। তিনি অবিচার ও দাম্ভিকতার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠের অধিকারী ছিলেন।

আরও পড়ুন > মসজিদ পরিদর্শন করলেন মোদি

ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কর্মময় জীবনের প্রতিটি দিক বর্তমান সময়ে অনেক বেশি জরুরি বলে উল্লেখ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মহররমের অনুষ্ঠানে তার উপস্থিতি নিঃসন্দেহে ধর্মীয় সহিংসতা বন্ধের পাশাপাশি সামাজিক শান্তি ও সম্প্রীতি বাড়বে।

এমএমএস/এমএস

আরও পড়ুন