ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

কুরআনের ৩১০ কোটি পাণ্ডুলিপি বিতরণ!

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১১:৫০ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮

কুরআন ও হাদিসের খেদমতে বাদশাহ ফাহাদ (কুরআন) কমপ্লেক্স প্রতিষ্ঠিত। ১৯৮৫ সাল মোতাবেক ১৪০৫ হিজরি সালে সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ এই কমপ্লেক্স-এর উদ্বোধন করেন। এখান থেকেই পবিত্র কুরআন মুদ্রণ করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে(৩৪ হিজরি বছরে) এ পর্যন্ত ৩১০ কোটি কুরআনের পাণ্ডুলিপি মুদ্রণ ও বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

southeast

কুরআনের পাণ্ডুলিপি মুদ্রণের পাশাপাশি এখানে হাদিস সংরক্ষণ ও প্রচারের জন্যও রয়েছে বিশেষ প্রকল্প। তবে এ কমপ্লেক্স-এর প্রধান কাজ হলো পবিত্র কুরআন মুদ্রণ ও বিশ্বব্যাপী তা ছড়িয়ে দেয়া। তাছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও ব্রেইল পদ্ধতিতে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি ছাপানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুরআনের হাফেজদের জন্য রয়েছে উচ্চতর প্রশিক্ষণের সুব্যবস্থা।

southeast

বাদশাহ ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স অত্যন্ত যত্ন ও আন্তরিকতা সহকারে পবিত্র কুরআনুল কারিম-এর ছাপানোর কাজটি করে থাকে। এ পর্যন্ত বিভিন্ন ভাষায় ৩১০ কোটি কুরআনের পাণ্ডুলিপি ছাপা ও বিতরণ করেছে সৌদি আরবের এ প্রতিষ্ঠান।

southeast

শুধু (গত বছর) ১৪৩৯ হিজরি সনে বিভিন্ন ভাষায় অনুদিত ১৮ মিলিয়ন (১ কোটি ৮০ লাখ) পাণ্ডুলিপি বিতরণ করছে সংস্থাটি। আর ১৪০৫ হিজরি সাল থেকে তারা ৩১০ মিলিয়ন (৩শ’ ১০ কোটি) কুরআনের পাণ্ডুলিপি বিতরণ করে।

southeast

উল্লেখ্য যে, এ প্রতিষ্ঠান থেকে বছরে ১ কোটি ২০ লাখ কুরআনের পাণ্ডুলিপি মুদ্রণ করে থাকে। বিশ্বের ৫৬টি ভাষায় অনুবাদ ও তাফসির প্রকাশ করা হয়। ৮০০ আলেম ও ৭০০ প্রকৌশলীর নিরলস পরিশ্রম ও আন্তরিকায় মুদ্রিত হয় আসছে এসব পাণ্ডুলিপি।

southeast

আল্লাহ তাআলা এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে সুন্দরভাবে সম্পাদন করার কাজ অবহ্যাত রাখার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন