এত কাছে বিশ্বাস হচ্ছে না!
‘নো দোয়া, স্রেফ সালাম।’ ধবধবে সাদা জুব্বা ও পাগড়ি পরিহিত অ্যারাবিয়ান যুবকটি এক বৃদ্ধ হাজিকে দোয়া করতে দেখে বার বার এ কথা বলছিলেন। এবার বৃদ্ধ কোনটি কার রওজা (কবর) জানতে চান। যুবক এক নি:শ্বাসে বললেন, হযরত মোহাম্মদ (স:), আবু বকর সিদ্দিক (র:) ও ওমর (র:)।
ওই যুবকের কথা শুনেও বিশ্বাস হচ্ছে না! বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মোহাম্মদ (স:) এর রওজা মোবারকের সামনে আমিই দাঁড়িয়ে।
মাত্র দু’হাত ব্যবধানে স্বর্ণধাতবের যে গোল তিনটি ফাঁকা দেখা যাচ্ছে তার প্রথম কবরটিতে চিরনিদ্রায় শায়িত আছেন মহানবী (স:)।
দ্বিতীয়টিতে শায়িত ইসলামের দুই খলিফা মহানবীর শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক (র:) ও হযরত ওমর ফারুক (র:)।
নীরবেই মুখ দিয়ে তিনজনেরে প্রতি সালাম বেরিয়ে আসে। একটু উঁকিঝুঁকি মেরে ভেতরে গিয়ে দেখা যায় লাল রংয়ের গিলাপ জড়ানো মহানবীর কবর।
একজন পাকিস্তানি কিছুক্ষণ আগেই জানিয়েছিলেন ওখানে তিনটি ফাঁকার প্রথমটি মহানবীর। পাশাপাশি আবু বকর সিদ্দিক ও ওমরের। প্রত্যেকের নামও লেখা রয়েছে।
মদিনার মসজিদে নববীর ১ নম্বর গেটটি দিয়ে সোজা হেঁটে গেলেই এ তিনজনের রওজা মোবারক দেখা যায়। তবে ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করলে কাছ থেকে দেখা যায়।
এমইউ/এমআরএম/জেআইএম