মহানবীর সেই বাড়িটি দেখতে হাজিদের ভিড়
পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর শৈশব স্মৃতি বিজড়িত মক্কার সেই বাড়িটি দেখতে প্রতিদিন লাখো মানুষের ঢল নামছে।
কথিত আছে পবিত্র কাবা শরীফের চৌহদ্দিতে অবস্থিত এ বাড়িটিতে মহানবী জন্মগ্রহণ করেছিলেন। তবে এ সম্পর্কে সহীহ কোনো দলিল নেই।
খোঁজ নিয়ে জানা যায়, ১৩৭০ হিজরিতে এ বাড়িটিতে মক্কা আল মোকাররমা নামে এ লাইব্রেরিটি স্থাপিত হয়। নবীজির স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এ স্থানটি দেখতে হাজিরা ছুটে আসেন।
আজ (মঙ্গলবার) ফজরের নামাজের পর এ প্রতিবেদক সরেজমিন দেখেন, বিভিন্ন রংয়ের পোশাকে বিভিন্ন দেশের হাজিরা দল বেধে মক্কা লাইব্রেরিতে ছুটে আসছেন। নারী-পুরুষ নির্বিশেষে হাজিরা লাইব্রেরির চারপাশ ঘুরে ফিরে দেখেন।
হলুদ রংয়ের বাড়িটির সামনে বাংলা, ইংরেজি, হিন্দি ও আরবি হরফে বাাড়িটি সম্পর্কে হাজিদের কিছু ভুল ধারণা সম্পর্কে সাবধানতামূলক বাণী লেখা রয়েছে। যেমন- লাইব্রেরিতে ইবাদত সওয়াবের নিয়তে জিয়ারত করা, এখানে আল্লাহ ব্যতীত অন্যের নিকট দু'আ, লাইব্রেরির চারপাশ তাওয়াফ, তার দিকে নামাজ আদায় করা, দোয়া ও তেলওয়াত করা, দেয়াল ও ধূলাবালি দ্বারা বরকত গ্রহণ, তার ওপর লেখালেখি, দরজা ও দেয়ালে আতর মাখন ইত্যাদি বিদআত ও ভ্রষ্টতা মাত্র।
সরেজমিন দেখা গেছে, লাইব্রেরির প্রবেশমুখে একটি কাউন্টার থেকে বাংলাসহ বিভিন্ন ভাষায় অনুদিত সাবধানতামূলক বইপত্র বিতরণ করা হচ্ছে।
এমইউ/জেএইচ/পিআর