ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মানুষের চিন্তা-চেতনা ও কাজ যেমন হওয়া জরুরি

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০১:১১ পিএম, ২৭ আগস্ট ২০১৮

ইসলাম শান্তি ও নিরাপত্তার এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যেখানে অশান্তির লেশ মাত্র নেই। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানব সমাজে শান্তি ও নিরাপত্তা বাস্তবায়নে মানুষের চিন্তা-চেতনাকে পরিশুদ্ধ করার ঘোষণা দিয়েছেন।

সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের মধ্য থেকে অন্যায় ও অসৎগুণ গুলো বর্জনের তাওফিক কামনা করার নসিহত পেশ করেছেন। যাতে মহান আল্লাহ তাআলা মানুষকে ইসলামের সর্বোত্তম কাজগুলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করার তাওফিক দেন।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘প্রকৃত ঈমানদার ব্যক্তি কারো প্রতি ভৎসনা ও লানত করে না এবং সে কোনো অশালীন ও অশ্লীল কথাও বলে না। (তিরমিজি, মিশকাত) কারণ কোনো মুসলমানকে গালি দেয়া যেমন গোনাহের কাজ এবং তার সঙ্গে লড়াই করাও কুফরি। (বুখারি)

হজরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, ‘তাঁরা (সাহাবাগণ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! ইসলামে কোন কাজ সর্বোত্তম। তিনি বললেন-
‘যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।’ (মুসলিম, মুসনাদে আহমাদ)

মানুষ যখনই তার অন্য ভাইয়ের প্রতি নরম ভাষায় কথা বলবে, মন্দ কথার জবাব ভালো কথা দ্বারা দেবে। পরিচিতি-অপরিচিত সবাইকে সালাম বিনিময়ের মাধ্যমে পারস্পরিক অভিবাদন করবে। তাদের মধ্যে গড়ে ওঠবে আন্তরিক সুসম্পর্ক।

অন্য হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় প্রিয়নবি বলেছেন-
‘প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি; যার জিহ্বা ও হাত থেকে সব মুসলমান নিরাপদ থাকে এবং প্রকৃত হিজরতকারী তো সেই ব্যক্তি; যে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকে।’ (মুসলিম, মুসনাদে আহমদ)

মুসলিম উম্মাহর উচিত, ইসলামের সব ভালো গুণগুলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করা। অন্যায় কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করা।

ভালো কাজের প্রত্যাশায় এবং মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো ভাষায় আল্লাহর কাছে কাতরকণ্ঠে ধরণা দেয়া। যা হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (এভাবে) বলতেন-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَدُعَاءٍ لاَ يُسْمَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ক্বলবিন লা ইয়াখশাউ ওয়া দুআয়িন লা ইয়াসমাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন ইলমিন লা ইয়ানফাউ।’

অর্থ : ‘হে আল্লাহ! তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি এমন মন থেকে যা (তোমার ভয়ে) ভীত হয় না। এমন দোয়া থেকে যা শুনা হয় না অর্থাৎ যে দোয়া প্রত্যাখ্যান করা হয়। এমন আত্মা থেকে যা পরিতৃপ্ত হয় না এবং এমন জ্ঞান থেকে যা কাজে আসে না। তোমার নিকট আমি এ চার জিনিস হতে আশ্রয় চাই।’ (তিরমিজি)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালীন জীবনের সফলতা লাভে হাদিসে ঘোষিত গুণে নিজেদেরকে সাজানোর পাশাপাশি খারাপ কথা, কাজ ও চিন্তা-চেতনা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। প্রিয়নবির শেখানো ভাষায় আল্লাহর কাছে ধরণা দেয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন