কানায় কানায় পূর্ণ কাবা শরীফ
চলতি বছর হজের পর আজ প্রথম (শুক্রবার) জুমার নামাজ পবিত্র কাবা শরীফে আদায়ের জন্য কাকডাকা ভোর থেকে জনস্রোত নামে পবিত্র কাবা শরীফ অভিমুখে।
বিশ্বের বিভিন্ন দেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে বেলা ১১টার আগেই কাবা শরীফের ভেতরে বাহির কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপরও কাবামুখী হাজিদের ভিড় বেড়েই চলছিল। নির্দিষ্ট সংখ্যক হাজি প্রবেশের পর বেল ১১টার কিছু আগেই নিরাপত্তাকর্মীরা বিভিন্ন প্রবেশপথ বন্ধ করে দেয়।
নিরুপায় হাজিরা প্রচণ্ড রোদের মধ্যে রাস্তা ও ফুটপাতে দাঁড়িয়ে নামাজ আদায়ের প্রস্তুতি নেয়।
এর আগে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো মিনায় ছোট, মাঝারি ও বড় জামারাকে পাথর নিক্ষেপের মাধ্যমে হজের সব কার্যক্রম শেষ হয়।
ইতিমধ্যে হাজিরা নিজ দেশে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে ফিরে যাওয়ার আগে শেষবারের মতো জুমার নামাজ আদায়ে জনস্রোত নামে।
চলতি বছর সৌদি সরকার বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৭ লাখ মুসল্লিকে হজ ভিসা দেয়। এর মধ্যে ১৬ লাখ ৮৪ হাজার ৬২৭ জন সৌদি পৌঁছেন। মোট হজযাত্রীর মধ্যে ১৫ লাখ ৮৪ হাজার ৮৫ জন বিমানে, ৮৩ হাজার ৩৮২ জন স্থল ও ১৬ হাজার ১৬৩ জন নৌ পথে সৌদি আসেন।
এমইউ/এএইচ/পিআর