ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

পবিত্র হজ ২০ আগস্ট

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১২ আগস্ট ২০১৮

২০১৮ সালে পবিত্র হজ পালিত হবে ২০ আগস্ট। হিজরি জিলহজ মাসের ৯ তারিখ হজের মূল কার্যক্রম `ইয়াওমে আরাফা’ অনুষ্ঠিত হয়। এ দিন বিশ্ব মুসলিম উম্মাহ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মিলনস্থল আরাফাতের ময়দানে উপস্থিত হয়।

গতকাল ১১ আগস্ট সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ২০ আগস্ট পবিত্র হজের ঘোষণা দিয়েছে সৌদি আরব। আর ঈদ-উল-আজহা পলিত হবে ২১ আগস্ট।

বাংলাদেশসহ অনেক দেশেই চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ উদযাপন করে। আজ চাঁদ দেখা কমিটির বৈঠকে বাংলাদেশের ঈদের তারিখ ঘোষণা করা হবে।

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬২টি ও সৌদি এয়ারলাইন্সের ১৬৪টিসহ মোট ৩২৬টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬ হাজার ৭৫৫ জন হজযাত্রী এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯৮ হাজার ৪৫১ জন।

হজ অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৩১৯টি ।

উল্লেখ্য যে, গত ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত হজ যাত্রী পবিত্র নগরী মক্কায় যাবে। আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ২৫ সেপ্টেম্বর।

এমএমএস/পিআর

আরও পড়ুন