ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

বধিরদের জন্য ‘কুরআনিক অ্যাপ’ তৈরি করবে কুয়েত

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৬ আগস্ট ২০১৮

যারা কানে শোনে না এমন লোকদের জন্য সাংকতিক ভাষায় তাফসিরসহ পবিত্র কুরআনুল কারিমের অ্যাপ তৈরি করবে কুয়েতের ‘কুরআনিক আঞ্জুমান আল-মানাবির’। আর এটি হবে বধিরদের জন্য প্রথম কুরআনিক অ্যাপ।

বধিরদের জন্য তৈরি এ অ্যাপসে তেলাওয়াত, ব্যাখ্যা-বিশ্লেষণ, ধর্মের অপরিহার্য বিষয়, পবিত্রতার আহকামসহ নামাজের বিস্তারিত নিয়ম থাকবে।

যারা অ্যান্ড্রয়েড মোবাইল এবং IOS (আইওএস) অপারেটিং সিস্টেম মোবাইল ব্যবহার করবে তারা এ অ্যাপটি ব্যবহারের সুবিধা পাবেন।

কুয়েতের কুরআনিক আঞ্জুমান ‘আল-মানাবির’-এর উদ্যোগে এবং ‘আহলি ইউনাইটেড’ ব্যাংকের আর্থিক সহায়তায় চলতি বছরের শেষ দিকে বধিরদের কল্যাণে এ অ্যাপটি নির্মাণ করা হবে।

অ্যাপটি নির্মাণের ফলে যারা ঠিকভাবে কানে শোনে না তারা পবিত্র কুরআনুল কারিমের তেলাওয়াতসহ তাফসির ও ইসলামের বিভিন্ন বিষয় জানতে পারবে। ইসলাম ও নামাজ সম্পর্কেও এ অ্যাপটিতে ধারণা দেয়া থাকবে।

এর আগেও কুরআনি আঞ্জুমান আল-মানাবির সংস্থাটি বধিরদের জন্য ‘মাওয়াহেবুর কুলুব’ নামক কুরআনিক অনুষ্ঠান সম্পাদন করেছে।

তাছাড়াও হজ এবং ওমরার যাবতীয় বিষয় সম্পর্কেও তারা বধিরদের প্রশিক্ষণ পরিচালনা করেছে। তারা বিশ্ববিদ্যালয়ের বধির ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা লাভে উন্নয়নমূলক কাজ করছে।

ইসলাম ও মুসলমানদের স্বার্থে কুরআনিক আঞ্জুমান আল-মানাবির-এ সব কার্যক্রম প্রশংসার দাবি রাখে।

এমএমএস/পিআর

আরও পড়ুন