ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

হজের সময় নারীরা তাওয়াফ ও সাঈ কখন করবেন?

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০১:২৩ পিএম, ০৬ আগস্ট ২০১৮

হজ ও ওমরার অন্যতম রোকন কাবা শরিফ তাওয়াফ ও সাফা-মারওয়া সাঈ। কিন্তু নারীদের জন্য কাবা শরিফ তাওয়াফ ও সাফা-মারওয়া সাঈর জন্য সুবিধাজন সময় কখন? যে সময় তারা পর্দার সঙ্গে স্বাচ্ছন্দ্যে তাওয়াফ ও সাঈ করতে পারবেন।

নারীদের তাওয়াফ ও সাঈ

ইসলামের বিধানে নারীদের জন্য আলাদা সময়ে তাওয়াফ ও সাঈ করার কোনো সুনির্দিষ্ট নিয়ম উল্লেখ নেই। তবে হজের সময় যেহেতু প্রচণ্ড ভিড় হয়; তাই সে সময় অপেক্ষাকৃত কম ভিড়ের সময় তাওয়াফের জন্য সিদ্ধান্ত গ্রহণ করাই উত্তম।

মাতআফ তথা তাওয়াফের স্থান যখন পুরুষের ভিড় কম থাকে নারীদের তখনই তাওয়াফ করা ভালো। তবে দিনের চেয়ে রাতে অপেক্ষাকৃত ভিড় কম থাকে। আর ভিড় থাকলেও নারীদের ভিড়ই রাতে বেশি থাকে। সুতরাং নারীরা রাতকেই তাওয়াফের জন্য বেছে নেয়া উত্তম।

তাছাড়া নারীদের হজ ও ওমরায় মাহরাম আবশ্যক। তাই মাহরামগণ নারীদের হজ ও ওমরার রোকনগুলো পালনে তাদের প্রতি বিশেষ নজর রাখা জরুরি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নারীকে পর্দা পালনের সঙ্গে যথাযথভাবে কাবা শরিফ তাওয়াফ ও সাফা মারওয়া সাঈ করার তাওফিক দান করুন। হজে গমনকারী সব নারীকৈ হজে মাবরূর দান করুন। আমিন।

এমএমএস/পিআর

আরও পড়ুন