ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

কেনিয়ার ‘লুইয়া’ উপজাতিরা পাবে নিজ ভাষায় কুরআন

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০২ আগস্ট ২০১৮

‘লুইয়া’ একটি উপজাতি ভাষা। শুধুমাত্র কেনিয়াতেই ৮০ লাভ উপজাতির ভাষা ‘লুইয়া’। আফ্রিকান এ উপজাতিদের জন্য তাদের নিজ ভাষায় কুরআনের কোনো অনুবাদ নেই। আফ্রিকান উপজাতি ‘লুইয়া’ ভাষাভাষিদের জন্য প্রথমবারের মতো পবিত্র কুরআন অনুবাদ করা হয়েছে।

লুইয়া ভাষায় অভিজ্ঞ আলেম ও শিক্ষকদের প্রচেষ্টায় প্রথমবারের মতো লুইয়া গোত্রের লোকদের জন্য পবিত্র কুরআন অনুবাদ করা হয়েছে। সুইডেনের পাবলিক ইন্সটিটিউট ‘সিরাতে হজরত মুহাম্মাদ’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ‘লুইয়া’ ভাষায় অনুদিত কুরআনের প্রিন্ট কপি তৈরি করেছে।

চলতি বছরের মধ্যে লুইয়া ভাষায় অনুদিত পবিত্র কুরআনের পাণ্ডলিপি প্রিন্ট আকারে প্রকাশ করে এই ভাষীদের হাতে তুলে দেওয়া হবে।

কেনিয়ার বৃহত্তম ৩টি উপজাতির মধ্যে লুইয়া ভাষায় কথা বলে প্রায় ৮০ লাখ জনগণ। দেশটির পশ্চিমাঞ্চলে বসবাসকারী এ ‘লুইয়া’ উপজাতির রয়েছে ধর্মের প্রবল ভালোবাসা ও সুদীর্ঘ ইতিহাস।

নিঃসন্দেহে কুরআনের অনুবাদ গ্রন্থ তাদের দীর্ঘ দিনের চাহিদা মেটাবে। কুরআনের সর্বোত্তম সুশিক্ষায় নিজেদের জীবন গড়বে তারা। আল্লাহ তাআলা ‘লুইয়া’ উপজাতিকে নিজ ভাষায় কুরআন বুঝার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন