আল্লাহর সন্তুষ্টি অর্জনে আজকের দোয়া
রমজানের প্রতিটি মুহূর্তই আল্লাহর দরবারে ধরণা দেয়া জরুরি। কেননা আল্লাহ তাআলা প্রতি দিনই মানুষকে দান করেন রহমত বরকত ও মাগফেরাত।
রহমত বরকত মাগফেরাত ও নাজাত লাভে যে আল্লাহর কাছে ধরণা দিতে পারে সেই সফল। এ নৈকট্য লাভে ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামাজ, তাসবিহ-তাহলিল, দোয়া ও তার দরবারে ধরণার বিকল্প নেই।
তাইতো আল্লাহর অফুরন্ত রহমত বরকত মাগফেরাত ও নাজাত লাভে আল্লাহর দরবারে দু’হাত তুলে ধরণা দিয়ে বলি-
আরও পড়ুন > বিশ্বনবি যা দিয়ে ইফতার করতেন
اَللَّهُمَّ قَرِّبْنِى فِيْهِ اِلَى مَرْضَاتِكَ
وَ جَنِّبْنِى فِيْهِ مِنْ سَخَطِكَ وَ نَقِمَّاتِكَ
وَ وَفَّقْنِىْ فِيْهِ لِقِرَائَةِ اَيَاتِكَ
بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْن
উচ্চারণ : আল্লাহুম্মা ক্বাররিবনি ফিহি ইলা মারদাতিকা;
ওয়া ঝাননিবনি ফিহি মিন সাখাত্বিকা ওয়া নাক্বিম্মাতিকা;
ওয়া ওয়াফফাক্বনি ফিহি লিক্বিরাআতি আয়াতিকা;
বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
অর্থ : ‘হে আল্লাহ! আপনার রহমতের উসিলায় আজ আমাকে আপনার সন্তুষ্টির দান করুন। আপনার ক্রোধ ও অভিশাপ থেকে মুক্তি চাই। কুরআন তেলাওয়াতের তাওফিক চাই। হে সর্বশ্রেষ্ঠ দায়াবান।
আরও পড়ুন > তারাবিহ নামাজের মুনাজাত
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রহমত লাভ, গজব ও ক্রোধ থেকে মুক্তি লাভ এবং হৃদয়ে কুরআনের নূর লাভ করে তাঁর নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/জেআইএম