ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

প্রিয়নবির ভালোবাসা ও শাফায়াত লাভের দোয়া

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৭ এপ্রিল ২০১৮

আল্লাহ এবং তাঁর রাসুলের ভালোবাসা অর্জনের মাধ্যমেই সম্ভব পরকালের পরিপূর্ণ সফলতা। আল্লাহ তাআলা কুরআনে পাকে তার ভালোবাসা লাভের জন্য প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্যকে শর্ত হিসেবে ঘোষণা দিয়েছেন।

আল্লাহ তাআলা বলেন- ‘(হে রাসুল!) আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও; তবে তোমরা আমার অনুগত্য কর।’

কারো আনুগত্যের বহিঃপ্রকাশই হলো ওই ব্যক্তির কাজ ও নির্দেশগুলোকে ভালোবেসে অনুসরণ ও অনুকরণ করা।

এ কারণেই সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে-তাবয়ীনসহ ওলামা-মাশায়েকরা প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথ ও মতে জীবন পরিচালনা করতেন।

তাঁর ভালোবাসা লাভে কাতরকণ্ঠে রোনাজারি করতেন। আল্লাহর কাছে তাদের রোনাজারির ভাষা ছিল এমন-

اَللَّهُمَّ ارْزُقْنَا حُبَّكَ وَ حُبَّ نَبِيِّكَ وَ حُبَّ بَيْتِه وَ اَصْحَابِه
وَارْزُقْنَا اتِّبَاعَ سُنَّتِه وَاَحْيِنَا فِىْ مِلَّتِه وَاحْشُرْنَا فِىْ زُمْرَتِه
وَاَدْخِلْنَا فِىْ عُشَّاقِه وَ خُدَّامِ دِيْنِه -

উচ্চারণ : ‘আল্লাহুম্মারযুক্বনা হুব্বাকা ওয়া হুব্বা নবিয়্যিকা ওয়া হুব্বা বায়তিহি ওয়া আসহাবিহি ওয়ারযুক্বনাত্তিবাআ সুন্নাতিহি ওয়া আহয়িনা ফি মিল্লাতিহি ওয়াহশুরনা ফি যুমরাতিহি ওয়া আদখিলনা ফি উশ্শাক্বিহি ওয়া খুদ্দামি দ্বীনিহি।’

অর্থ : হে আল্লাহ! তোমার ও তোমার নবির ভালোবাসা আমাদের দান করো। রাসুলের পরিবার ও সঙ্গী-সাথীদের ভালোবাসাও আমাদের দান করো। প্রিয়নবির সুন্নাতের অনুসরণ করার তাওফিক দান করো। প্রিয়নবির দ্বীনের ওপর চলার তাওফিক দান করো। আমাদেরকে তার ভালোবাসা লাভ ও দ্বীনের খাদেম হিসেবে অন্তর্ভূক্ত করে নাও।’

মুসলিম উম্মাহর উচিত কুরআন-সুন্নাহর যথাযথ অনুসরণ ও অনুকরণ করা। কেননা কুরআন-সুন্নাহর অনুসরণই আল্লাহ ও তাঁর রাসুলের নৈকট্য লাভের একমাত্র হাতিয়ার।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন-সুন্নাহ বিধি-বিধান যথাযথ পালন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

আরও পড়ুন