ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

মিসরে ৮ বছরের অন্ধ শিশুর বিস্ময়কর প্রতিভা ও পছন্দ

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

৮ বছরের দৃষ্টি প্রতিবন্ধী শিশু মোহাম্মদ সালামাত আশারি। মাত্র ৬ বছর বয়সে পবিত্র কুরআনের হেফজ সম্পন্ন করেন। কুরআন মুখস্তের পাশাপাশি সে আয়ত্ত করছে কেরাত, তাফসির ও হাদিস। জামে আল-আজহারের প্রশিক্ষণ বিভাগে অধ্যয়নরত এ ক্ষুধে অন্ধ হাফেজ বিষয়ভিত্তিকভাবে বিশ্ব বিখ্যাত ব্যক্তিদেরকে আদর্শ হিসেবে বেচে নিয়েছে।

শিশু মোহাম্মদ সালামাত আশারীর বিস্ময়কর প্রতিভার দৃষ্টান্ত হলো- এ বয়সেই সে পবিত্র কুরআনের প্রতিটি পৃষ্ঠা ও আয়াতের বিবরণ দিতে সক্ষম। প্রতিটি পৃষ্ঠার আয়াত সংখ্যা ও সুরার তথ্য সে অনায়েসেই দিতে পারে।

এ বছর মিসরে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সে অনুর্ধ্ব-১২ বছরের সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে অংশগ্রহণ করেছে।

দৃষ্টি প্রতিবন্ধী শিশু মোহাম্মদ সালামাত আশারি কুরআনের তাফসিরের উস্তাদ হিসেবে বিশ্ববিখ্যাত মুফাসসির শেখ মুহাম্মাদ মুতাওয়ালি শায়রাভিকে পছন্দ করেন। হাদিসের উস্তাদ হিসেবে শায়খুল হাদিস আহমাদ ওমর হাশেমিকে পছন্দ করেন।

কুরআনের তেলাওয়াত ও কেরাতে সর্বকালের সেরা কারি শেখ আব্দুল বাসিত আব্দুস সামাদকে অনুসরণ করেন।

বর্তমানে দৃষ্টি প্রতিবন্ধী শিশু হাফেজ মোহাম্মদ সালামাত আশারি মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ সেন্টারে পড়া-শোনা করছে। দৃষ্টি প্রতিবন্ধী এ ক্ষুধে হাফেজকে আল্লাহ তাআলা উভয় জাহানের কল্যাণ ও কামিয়াবি দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন