ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

অজু-গোসলে করণীয় ও দোয়া

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৭:০২ পিএম, ৩১ মার্চ ২০১৮

অজু হলো নামাজে চাবি। অজু ব্যতিত ইসলামের প্রধান ইবাদত নামাজ আদায় করা যায় না। আর পরিস্কার-পরিচ্ছন্নতা অর্জনের অন্যতম মাধ্যম গোসল। অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য অজু ও গোসলের প্রয়োজনীয়তা আবশ্যক।

অজু ও গোসলের নিয়ম জানা সত্ত্বেও অনেকে অজু ও গোসলের আগে ও পরে রয়েছে কিছু দোয়া ও করণীয়। যা সংক্ষিপ্তাকারে তুলে ধরা হলো-

ঘুম থেকে ওঠে প্রথমেই উভয় হাত ভালোভাবে ধুয়ে নেয়া। অতঃপর অজু এবং গোসলের শুরুতে-

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْم

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অর্থাৎ দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি’ বলা।

অতঃপর অজুর মধ্যে বার বার এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আর তাহলো-

اَللّهُمَّ اغْفِرْلِىْ ذَنْبِىْ وَوَسِّعْ لِىْ فِىْ دَارِىْ وَبَارِكْ لِىْ فِىْ رِزْقِىْ

‘আল্লাহুম্মাগফিরলি জামনি, ওয়া ওয়াসসি’লি ফি দারি, ওয়া বারিকলি ফি রিযক্বি।’ অর্থাৎ হে আল্লাহ! আমার গোনাহগুলো ক্ষমা করে দিন এবং আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দিন এবং আমার রিজিকে বরকত দিন।’ (নাসাঈ)

অজু ও গোসল করার পর আল্লাহর শোকরিয়া আদায় এবং দোয়া পড়া-

اَشْهَدُ اَنْ لَا اِلهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَ رَسُوْلُهُ

اَللَّهُمَّ اجْعَلْنِىْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِىْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ

আশহাদু আল্লাইলাহা ইল্লাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আ’বদুহু ওয়া রাসুলুহু।

আল্লাহুম্মা-ঝআলনি মিনাত-তাওয়্যাবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্বাহহিরিন।’

অজু ও গোসলের আগে ও পরে করণীয় হলো-

>> অজু ও গোসল করার আগে যদি কেউ ঘুম থেকে ওঠে, তবে তাকে অজু ও গোসলের পানির পাত্রে হাত না দিয়ে প্রথমে উভয় হাত ভালোভাবে ধুয়ে নেয়া।

>> অজু ও গোসলের আগে মেসওয়াক করে নেয়া।

>> দাঁত ও মুখ ভালোভাবে পরিস্কার করে নেয়া।

>> যখন গোসল করা হয় তখন খোলা স্থানে গোসল না করে পর্দার আড়ালে গোসল করা।

>> অজু ও গোসল করার পর তোয়ালে দিয়ে হাত, মুখ ও শরীর মুছে ফেলা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অজু ও গোসলের সময় ও আগে-পরের করণীয়গুলো আদায় করা এবং দোয়াগুলো যথাযথভাবে পড়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন