ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

সুপারিশ কবুল হওয়ার আমল

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৬ মার্চ ২০১৮

আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلرَّءُوْفُ) ‘আর-রাউ’ফু’-এর অনেক ফজিলত ও উপকারিত রয়েছে। এ নামের আমলে অত্যাচারি ব্যক্তি সুপারিশ গ্রহণ করবে এবং অত্যাচার ছেড়ে দেবে। এছাড়া এর পাঠকারীর অন্তর নরম হবে এবং কেউ শত্রু থাকবে না।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।’

আল্লাহর গুণবাচক নাম (اَلرَّءُوْفُ) ‘আর-রাউ’ফু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

Amal-Inner

উচ্চারণ : ‘আর-রাউ’ফু’
অর্থ : ‘অধিক দয়ালু’

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْعَفُوُّ)-এর আমল

ফজিলত ও আমল
>> যদি কোনো ব্যক্তি কোনো অত্যাচারিত মজলুম ব্যক্তিকে অত্যাচারির অত্যাচার বা জুলুম থেকে মুক্ত করতে চায় তবে সে যেন আল্লাহ তাআলা এ গুণবাচক (اَلرَّءُوْفُ) ‘আর-রাউ’ফু’ নামটি ১০ বার পাঠ করে জালেমের কাছে সুপারিশ করে। আল্লাহর ইচ্ছায় ওই জালেম ব্যক্তি তা কবুল করবে এবং অত্যাচার থেকে ফিরে আসবে।

>> যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা এ গুণবাচক নাম (اَلرَّءُوْفُ) ‘আর-রাউ’ফু’ নিয়মিত পাঠ করে তবে ওই পাঠকারীরর অন্তর নরম হয়ে যাবে এবং সবাই তার বন্দু হয়ে যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর এ ছোট্ট গুণবাচক নামটির ওপর আমল করে জালেমকে অত্যাচার থেকে ফিরানোর পাশাপাশি শত্রুতামুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

আরও পড়ুন