ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

এক পরিবারের ৩ দৃষ্টি প্রতিবন্ধী শিশু কুরআনের হাফেজ

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৪:০০ পিএম, ১০ মার্চ ২০১৮

ইচ্ছা শক্তির কাছে অনেক অসাধ্য সাধন হয়ে যায়। মিসরের একই পরিবারের ৩ দৃষ্টি প্রতিবন্ধী শিশুর কুরআনে হাফেজ হওয়াই তার প্রমাণ। মিসরের বানিসুইভ প্রদেশের একই পরিবারের ২ ভাই ও এক বোন পুরো কুরআন হেফজ সম্পন্ন করেছেন।

দৃষ্টি প্রতিবন্ধী ৩ ভাই-বোনের মধ্যে ১ ভাই প্রাথমিক স্কুলের ছাত্র। কুরআন হেফজ প্রসঙ্গে সে জানায়, ‘স্কুল থেকে এসেই সে কুরআন তেলাওয়াত করার পাশাপাশি বিখ্যাত কারিদের তেলাওয়াত শুনত। বাবা-মায়ের অত্যাধিক উদ্যোগ ও উৎসাহের ফলেই কুরআন হেফজ করতে সক্ষম হয় তারা।

দৃষ্টি প্রতিবন্ধী ৩ শিশুর পিতা জানান, ‘কুরআন থেকেই মানুষ উত্তম আদর্শ লাভ করে। তিনি শিশুদেরকে ছোট থেকে কুরআনের প্রতি ভালবাসা ও আকর্ষণ সৃষ্টিতে কাজ করেন।

পবত্রি কুরআনের হাফেজ ৩ দৃষ্টি প্রতিবন্ধী শিশুর চোখের চিকিৎসায় এগিয়ে এসেছেন মিসরের দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সানা আল-খাইর ফাউন্ডেশন’। তারা এ দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের দৃষ্টি শক্তি ফিরিয়ে আনতে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান মুস্তাফা যমযম।

মিসরের এ ক্ষুদে ৩ দৃষ্টি প্রতিবন্ধী শিশু হাফেজ মুসলিম উম্মাহর প্রতিবন্ধী শিশুসহ সবার জন্য সাফল্য অর্জনে হোক অনুপ্রেরণা।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন