ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

প্রখ্যাত আলেম আল্লামা মোস্তফা আজাদ ও আহমাদুল্লাহ আশরাফের ইন্তেকাল

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশের দুই শীর্ষস্থানীয় আলেম অসংখ্য ছাত্র-শিক্ষক ও ভক্তদের হৃদয়ের স্পন্দন মিরপুরের আল জামেয়া হুসাইনিয়া মাদরাসার প্রিন্সিপাল লেখক ও গবেষক বীরমুক্তিযোদ্ধা আল্লামা মোস্তফা আজাদ এবং হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহি আলঅইহির বড় ছেলে বাংলাধেশ খেলাফত আন্দোলনের সাবেক আমির আল্লাহ শাহ আহমাদুল্লাহ আশরাফ গতকাল (শুক্রবার) ৩ ঘণ্টার ব্যবধানে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আল্লামা শাহ আহমাদুল্লাহ আশরাফ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় ধানমন্ডির শংকরে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। আর একই দিন সকাল ১০ টার কিছু পরে রাজধানীর ওরিয়ন জেনালে হাসপাতালে ইন্তেকাল করেন। তাদের উভয়ের মৃত্যুতে ছাত্র-শিক্ষক, ভক্তবৃন্দ ও ইসলামি ভাবধারার সব মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

দেশব্যাপী বিভিন্ন মাদরাসা ও মসজিদে তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

আল্লাহ তাআলা তাঁদের উভয়কে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন