উস্তাদুল হুফফাজ হাফেজ মাওলানা ইসকান্দারের ইন্তেকাল
‘মুশাবাহাতু আয়াতিল কুরআন’-এর লেখক, প্রবীণ উস্তাজুল হুফফাজ হাফেজ মাওলানা এসকেন্দার গত ১১ ফেব্রুয়ারি বাদ আসর হৃদক্রিয়া আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সারা জীবন কুরআনের খিদমত করে গেছেন। তাঁর মৃত্যুতে কুরআন প্রেমিক অসংখ্য ছাত্র-শিক্ষক শোকাহত।
হাফেজ ইস্কান্দার বেফাকুল মাদারিসিল আরাবিয়্যার অধীনে আয়োজিত সকল হিফজ পরীক্ষার বিচারক ছিলেন। হাফেজ শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষকও ছিলেন তিনি৷ এছাড়াও হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বিচারক ও প্রশিক্ষক হিসেবে দীর্ঘ দিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশে সর্বপ্রথম তিনিই কুরআনের ‘মুশাবাহাতুল আয়াত’ সংক্রান্ত হাফেজদের জন্য গুরুত্বপূর্ণ কিতাব লিখেছেন৷
কর্মময় জীবনে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কুরআনের সুমহান খেদমত করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হেমায়েতপুর দারুল উলুম হোসাইনিয়া মাদরাসায় কুরআনের খেদমতে কর্মরত ছিলেন। মৃত্যুর দিন দুপুর ১২ টায়ও ছাত্রদের কুরআনের ক্লাসে বসেছেন।
আজীবন কুরআনের খেদমতগার হাফেজ মাওলানা ইস্কান্দারকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
এমএমএস/এমএস