ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

১৮তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৬ জানুয়ারি

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭

আলহামদুলিল্লাহ; আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) কর্তৃক আয়োজিত ১৮তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০১৮ আগামী ২৬ জানুয়ারি শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হবে।

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠকারীদের নিয়ে আয়োজন করা হবে এবারের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৮। অন্যান্য বছরের ন্যায় বিকেল ৩টা থেকে এ সম্মেলন শুরু হবে।

১৮তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার সভাপতি শায়খুল কুর্রা ক্বারী মুহাম্মাদ আবু ইউসুফ হাফিজাহুল্লাহ।

উল্লেখ্য যে, পিএইচপি ফ্যামেলির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশসহ মিসর, ইরান, সিরিয়া, আলজেরিয়া, ভারত, ফিলিস্তিন ও ব্রনাই দারুসসালামের বিশ্বসেরা শীর্ষস্থানীয় ক্বারীগণ অংশ গ্রহণ করবেন।

বিশেষ করে এ ক্বিরাত সম্মেলনে আন্তর্জাতিক ক্বারীদের পাশাপাশি আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) সহ-সভাপতি, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফসহ দেশবরেণ্য ক্বারীগণ উপস্থিত থেকে ক্বিরাত পরিবেশন করবেন।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন