ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

আজারবাইজানে নারীর লেখা রেশম কাপড়ে কুরআনের পাণ্ডুলিপি

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৩:১৭ এএম, ১৯ ডিসেম্বর ২০১৭

রাশিয়া, ইরান ও তুরস্কের সীমান্তবর্তী দেশ আজারবাইজান। এশিয়া মহাদেশের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র এটি। শিয়া মুসলিম সংখ্যাধিক্য রয়েছে দেশটিতে। সম্প্রতি দেশটির রাজধানী ‘বাকু’তে রেশম কাপড়ের ওপর লেখা পবিত্র কুরআনের একটি পাণ্ডুলিপি দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে। এছাড়াও অন্যান্য পাণ্ডুলিপি প্রদর্শিত হয় এ প্রদর্শনীতে।
Pandulipi-Inner-1
দেশটির রাজধানী বাকু’তে ‘আজারকিতাব’ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ‘রেশম কাপড়ের ওপর জীবিত শিল্প-৫৫’ শিরোনামে এক প্রদর্শনী শুরু হয়। সেখানেই রেশম কাপড়ের ওপর স্বর্ণ ও রূপার সুতোয় লেখা পবিত্র কুরআনুল কারিমের একটি মূল্যবান পাণ্ডুলিপি দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়।
Pandulipi-Inner-1
রেশম কাপড়ের ওপর স্বর্ণ ও রূপার সুতো দিয়ে কুরআনের এ মূল্যবান পাণ্ডুলিপিটি লিখেছেন আজারবাইজানের এক মহিলা শিল্পী। তাঁর নাম তানজাল মোহাম্মদ জাদেহ।

শিল্পী তানজাল মোহাম্মদ জাদেহ জানান, ‘৬১৪ পৃষ্ঠার কুরআনের এ পাণ্ডুলিপিটির লেখা সম্পন্ন করতে তাঁর সময় লেগেছে ৩ বছর।
Pandulipi-Inner-1
শিল্পী তানজাল মোহাম্মদ জাদেহ-এর নিরলস পরিশ্রম ও চেষ্টায় পবিত্র কুরআনের পাণ্ডুলিপি তৈরির এ কঠিন কাজ সত্যিই প্রশংসার দাবি রাখে।

এমএমএস/জেআইএম

আরও পড়ুন