ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

ঐতিহাসিক জেরুজালেম নগরীর দুর্লভ ছবি

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭

মধ্যপ্রাচ্যের দেশ ‘ফিলিস্তিন’-এর একটি ঐতিহাসিক শহর জেরুজালেম। যেখানে অগণিত অসংখ্য নবি-রাসুলদের স্মৃতি বিজড়িত ইসলামের ঐতিহাসিক উপাসনালয় মসজিদ আল-আকসা অবস্থিত।

Jerusalem

১৯৩০ সালে ধারণ করা এ পবিত্র নগরীর কিছু দুর্লভ ছবি রয়েছে। ছবিগুলোতে ভেসে ওঠেছে শান্তিপূর্ণ সহাবস্থানের চিত্র। যা আজ কল্পনাতীত। সে সময় মুসলিম, খ্রিস্টান ও ইয়াহুদিরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করত এ পবিত্র জেরুজালেম নগরীতে।

Jerusalem

এ জেরুজালেম শহরে অবস্থিত মসিজদ আল-আকসা হলো মুসলমানদের প্রথম কেবলা। যা মুসলিম উম্মাহর জন্য অনন্য সম্মান ও মর্যাদাপূর্ণ স্থান।

Jerusalem

মসজিদ আল-আকসার কারণেই এ জেরুজালেম পবিত্র নগরী হিসেবে বিশ্বব্যাপী সম্মানিত স্থান।

Jerusalem

মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল-আকসা মসজিদের শহরটি ফিলিস্তিনের হলেও বর্তমানে তা ইসরাইল অবৈধভাবে দখল করে রেখেছে। ১৯৬৭ সালের পর্যন্ত এ শহরের পূর্বাংশ জর্দানের অধীনে ছিল।

Jerusalem

এ জেরুজালেম নগরীতে এক সময় মসলিম, খ্রিস্টান ও ইয়াহুদিরা এক সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করত। যা বেশি দিন আগের কথা নয়।

Jerusalem

বর্তমানে এ পবিত্র নগরী ও মসজিদ আল-আকসায় বসবাস ও ইবাদত-বন্দেগি করা অনেক কষ্টকর। যেখানে প্রতিনিয়ত মুসলিমদের ওপর চলছে হামলা, অত্যাচার, নির্যাতন।

Jerusalem

সেখানে অবস্থারত মুসলমানদের বন্দী জীবন-যাপন করতে হয়। নিরাপত্তার নগরী ও স্থান হিসেবে স্বীকৃত এ স্থানে মুসলমানদের জীবনের নেই কোনো নিরাপত্তা।

এমএমএস/এমএস

আরও পড়ুন