ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

বাহরাইনে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হাফেজ ত্বকির সাফল্য

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৩:০৮ এএম, ২৩ নভেম্বর ২০১৭

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে অনুষ্ঠিত শায়খ জুনায়েদ আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন হাফেজ সাইফুর রহমান ত্বকি। বিশ্বের ৫৪টি দেশের প্রতিযোগিদের মাঝে ত্বকি তৃতীয় স্থান লাভ করেন। গত (১৭ নভেম্বর) শুক্রবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হাফেজ সাইফুর রহমান ত্বকি দুবাই হয়ে বাহরাইন যান।

২০১৪ সালে এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলোর প্রতিযোগিতায় ৩০ হাজার হাফেজদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। ২০১৭ হুফফাজুল কুরআন আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। তাছাড়া এ বছরই ৭২ দেশের অংশ গ্রহণে কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ২য় হয়েছিল ত্বকি।

হাফেজ সাইফুর রহমান ত্বকি রাজধানীর যাত্রাবাড়িস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। হাফেজ ত্বকির সঙ্গে বিশ্বজয়ী হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজের প্রিন্সিপাল হাফেজ নেসার আহমদ আন নাসিরি ছিলেন।

এমএমএস/পিআর

আরও পড়ুন