ভিডিও EN
  1. Home/
  2. ধর্ম

তুরস্কের ‘মেহের’-এর আফ্রিকায় ২১ হাজার কুরআন বিতরণ

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ০৯:০১ এএম, ৩১ অক্টোবর ২০১৭

ইসলাম ও মুসলমানের পথ নির্দেশক গ্রন্থ আল-কুরআন। ‘আফ্রিকা কুরআনিক ভ্রাতৃত্ব’ শিরোনামে পবিত্র কুরআন বিতরণে এগিয়ে এসেছে ‘মেহের’ নামক তুরস্কের এক দাতব্য প্রতিষ্ঠান। এ দাতব্য প্রতিষ্ঠানটি আফ্রিকার দারিদ্র্যপীড়িত ১৫টি দেশে কুরআনের ২১ হাজার পাণ্ডুলিপি বিতরণ করবে।

দাতব্য প্রতিষ্ঠান ‘মেহের’-এর সভাপতি অ্যাইগুল আরদাম গত ২৬ আগস্ট কুরআনের পাণ্ডুলিপি বহনকারী কাভার্ডভ্যানের উদ্বোধন করে বলেন, ‘আফ্রিকা মহাদেশের মুসলিম অধিবাসীরা অনেক সমস্যা জর্জিরত। ক্ষুধা তাদের তাড়িয়ে বেড়ায়।’

তিনি আরো বলেন, ‘যেখানের মানুষগুলো এখনও তথ্য প্রযুক্তি থেকে অনেক পিছিয়ে। এখনও তাদের সন্তানদের সনাতন পদ্ধতিতে কুরআন শিখতে হচ্ছে।’

তাই ‘মেহের’ দাতব্য প্রতিষ্ঠান ‘আফ্রিকা কুরআনিক ভ্রাতৃত্ব’ শিরোনামে আফ্রিকান মুসলিম ভাইদের হাতে পবিত্র কুরআনুল কারিমের পাণ্ডুলিপি তুলে দিতে এগিয়ে এসেছে।

ইসলামের প্রচার-প্রসার এবং দ্বীন শিক্ষায় ‘মেহের’ দাতব্য প্রতিষ্ঠানের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

এমএমএস/পিআর

আরও পড়ুন