মালয়েশিয়ায় সাংবাদিক খোকনকে সম্মাননা
সাংবাদিক নেছারুল হক খোকনকে সম্মাননা স্মারক দিয়েছে বাংলা প্রেস ক্লাব মালয়েশিয়া। রোববার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে তাকে সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলা প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি আহমাদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম।
এ সময় সাংবাদিক নেতারা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নানা দুর্ভোগের কথা তুলে ধরেন। বিদেশের মাটিতে অক্লান্ত পরিশ্রম করে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে চাঙা রাখছে। এই রেমিট্যান্সযোদ্ধাদের সমস্যা ও দুর্ভোগ সংবাদের মাধ্যমে সরকারের দৃষ্টিগোচর করতে সদা সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সাংবাদিকরা।
আরও পড়ুন
তারা বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের নাগরিকদের যে অবস্থান ও মর্যাদা তা উজ্জ্বল করতে সরকার যেমন কূটনৈতিকভাবে তৎপরতা চালায় তেমনি সাংবাদিকরা ভালো-মন্দ তথ্য পরিবেশন করে সরকারকে সহযোগিতা করেন। এই সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব যদি সংবাদে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
মালয়েশিয়ায় প্রবাসীদের পাশে থাকতে সংবাদকেই পাথেয় হিসেবে অগ্রাধিকার দিতে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর কাছে সহযোগিতার হাত আরও প্রশস্ত করার আহ্বান জানান বক্তারা।
প্রবাসীদের দুর্ভোগের সংবাদ পরিবেশনে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন মালয়েশিয়ায় সফররত দৈনিক যুগান্তর পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক নেছারুল হক খোকন।
এমআরএম/এমএস