ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালদ্বীপ প্রবাসী তানজুকে বিমান টিকিট দিলো হাইকমিশন

মোহাম্মদ মাহামুদুল | মালদ্বীপ থেকে | প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪

গুরুতর অসুস্থ মালদ্বীপ প্রবাসী তানজু মিয়া আশরাফুলকে দ্রুত দেশে ফিরে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দূতাবাসের পক্ষ থেকে বিমানের টিকিট দেওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের, অর্থায়নে বিমানের টিকিটসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। এ সময় দূতাবাসের কল্যাণ সহকারী আল মামুন পাঠান এবং কনস্যুলার সহকারী মো. ময়নাল হোসেন উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশে ফেরার কথা রয়েছে তার। মালদ্বীপ প্রবাসী তানজু মিয়া আশরাফুল (৩৭) তানজু মিয়ার দেশের বাড়ি ঝিনাইদহের কাঁচেরকোল। বাবার নাম মো. আজিজুর রহমান।

তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থ হয়ে দেশটির রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এমআরএম/জিকেএস