বিদেশি কর্মী সীমিত করছে মালয়েশিয়া
মালয়েশিয়ায় বর্তমানে ২৪ লাখ ৭০ হাজার ৭৮১ জন অদক্ষ বিদেশি কর্মী কাজ করছেন। দেশটির মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং সংসদে এক লিখিত উত্তরে এ তথ্য জানান।
মন্ত্রী স্টিভেন সিম বলেন, ১২তম মালয়েশিয়া পরিকল্পনা (২০২১-২০২৫) অনুসারে সরকার নির্ধারণ করেছে যে, দেশের মোট শ্রমশক্তির ১৫ শতাংশের বেশি বিদেশি কর্মী হবে না। তিনি উল্লেখ করেন, সরকার এই নীতির প্রতি অঙ্গীকারাবদ্ধ এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এই নীতির আওতায়, গত বছরের ১৮ মার্চ থেকে নতুন বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন স্থগিত করা হয়েছে। এছাড়া ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সব খাতে মাল্টিটায়ার লেভি ব্যবস্থা কার্যকর করা হবে, তবে কৃষি খাত এতে অন্তর্ভুক্ত নয়।
সরকার টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভেট) প্রোগ্রামের মাধ্যমে দক্ষ মালয়েশিয়ান কর্মশক্তি তৈরিতে মনোযোগ দিচ্ছে। উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শ্রমনির্ভর শিল্পগুলোকে উচ্চমূল্য সেক্টরে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।
মন্ত্রী আরও বলেন, কম বেতনের পদগুলোতে স্থানীয়দের আকৃষ্ট করতে ন্যূনতম মজুরির হার পুনর্বিবেচনা করবে সরকার।
বিদেশি কর্মীদের খাতভিত্তিক সংখ্যা নিম্নরূপ:
- উৎপাদন ৭৭১,৩২৭ জন
- নির্মাণ: ৬৯৮,৪০৭ জন
- সেবা: ৪৪৮,৫৭২ জন
- খামার: ২,৬৬,৬০০ জন
- কৃষি ১,৮৩,০৮৬ জন
- গৃহস্থালি কাজ: ১,০২,০৩৭ জন
- খনি ও পাথর খোদাই: ৭৫২ জন
বিদেশি কর্মীর সংখ্যা সীমিত রাখার মাধ্যমে মালয়েশিয়া কর্মসংস্থানে স্থানীয়দের অংশগ্রহণ বাড়াতে এবং শিল্প খাতে উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও গতিশীল করতে চায়। সরকারের এই পদক্ষেপ কর্মীনির্ভর শিল্পগুলোর স্থায়িত্ব বজায় রাখতে এবং দক্ষতাভিত্তিক কর্মশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এসএনআর/এমএস