ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণা, হাইকমিশনের সতর্কবার্তা

আহমাদুল কবির | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশিকর্মী নিয়োগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেড়েছে প্রতারণা। হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর ও পদবি ব্যবহার করে বিভিন্ন কোম্পানির চাহিদাপত্র সত্যায়নের জাল কপি প্রস্তুত করে প্রতারক চক্র সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে, সোমবার (২ ডিসেম্বর) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগে বাংলাদেশ হাইকমিশনে সত্যায়নের কার্যক্রম চলমান রয়েছে।

মালয়েশিয়া সরকার প্ল্যান্টেশন সেক্টরে নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা ৩১ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করেছে।

বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন থেকে চাহিদাপত্র সত্যায়নের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪ নির্ধারণ করা হয়েছে।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণা, হাইকমিশনের সতর্কবার্তা

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষত হোয়াটসঅ্যাপ এ দেখা যাচ্ছে যে, বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর ও পদবি ব্যবহার করে বিভিন্ন কোম্পানির চাহিদা পত্র সত্যায়নের জাল কপি প্রস্তুত করে শেয়ার করা হচ্ছে।

সত্যায়নের এমন জাল কপি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে প্রতারক চক্র সংশ্লিষ্ট সবাইকে প্রতারিত ও বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে হাইকমিশন মনে করে।

এমতাবস্থায়, কর্মী নিয়োগের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অধিকতর সতর্ক ও এ সংক্রান্ত প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের জন্য হাইকমিশনের পক্ষ হতে বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানানো হয়।

এমআরএম/জিকেএস