ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

সাদেক রিপন | প্রকাশিত: ০১:২২ পিএম, ২২ নভেম্বর ২০২৪

কুয়েতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস (বিএমসি)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বর্ণাঢ্য এই আয়োজনে কুয়েত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন দেশের অ্যাটাচি, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আয়োজনের শুরুতে বিএমসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীন স্বাগত বক্তব্যে কুয়েতে বিএমসির গৌরবময় অতীত ইতিহাস এবং কুয়েতে বাংলাদেশি সৈন্যদের অবদানের কথা স্মরণ করেন।

এরপর কুয়েতের ব্রিগেডিয়ার জেনারেল ধরি ফালেহ আল হাজেরিয়া ১৯৯১ সাল থেকে বাংলাদেশি সেনাদের নিষ্ঠা, সাহসিকতা এবং সেবার স্বীকৃতি দান করেন এবং আগামী দিনে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক একটি সর্বোত্তম পর্যায়ে পৌঁছানোর ইচ্ছা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বন্ধুত্বের গৌরবময় ইতিহাসের ওপর জোর দিয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস এবং কুয়েতে বিএমসির অপারেশনাল কর্মকাণ্ডের ওপর সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শিত হয়। এছাড়া ফটো গ্যালারির প্রদর্শনী অতিথিদের মুগ্ধ করে।

এছাড়াও অনুষ্ঠানে ১৯৭১ সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রক্ষেপণ এবং ১৯৯১ সালে বিএমসি প্রতিষ্ঠার পর থেকে ক্রমধারা নিয়ে ‘বিএমসি ম্যাগাজিন-২০২৪’ এর মোড়ক উন্মোচন করা হয়।

ইএ/এমএস