ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

কুয়েত

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ তাকরিমসহ ৩ বাংলাদেশি

জিসান মাহমুদ | প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৪ নভেম্বর ২০২৪

কুয়েত ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তিন বাংলাদেশি অংশ নিয়েছেন। যেখানে বিশ্বের ৭৪ দেশের সঙ্গে লড়বেন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারি আবু যর গিফারী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয়। কুয়েতের ক্রাউন প্লাজায় শুরু হওয়া প্রতিযোগিতা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে চলবে এ প্রতিযোগিতা।

ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবেন হাফেজ আনাস মাহফুজ, বড় গ্রুপ থেকে হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবং ক্বারি গ্রুপ থেকে ক্বারি আবু যর গিফারী

টাঙ্গাইলের হাফেজ সালেহ আহমেদ তাকরিম এরই মধ্যে ইরানে প্রথম স্থান, সৌদি আরবে তৃতীয় স্থান এবং দুবাইয়ে প্রথম স্থান অধিকার করেন।

অন্যদিকে গোপালগঞ্জের হাফেজ আনাস মাহফুজ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন।

কুয়েতের কোরআন প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশের অসংখ্য হাফেজ থেকে দেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা।

প্রতিযোগী হাফেজ সালেহ আহমেদ তাকরিম বলেন, ‘আমি বাংলাদেশের প্রতিনিধি হয়ে কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এর আগে আরও কয়েকটি দেশে অংশ নিয়ে বিজয়ী হয়েছি। আজ আমার তিলাওয়াত ছিল। সবাই দোয়া করবেন আমি যেন আবারও বিশ্বজয় করতে পারে’।

প্রতিযোগী ক্বারি আবু যর গিফারী বলেন, ‘বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে কুয়েতে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। এর আগে জাতীয়ভাবে-২০১৪ সালে আরটিভিতে সেকেন্ড রানার আপ এবং ২০১৬/১৭ তে এটিএন বাংলায় চ্যাম্পিয়ন হয়েছি। আমরা যে তিনজন প্রতিযোগী এসেছি আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দেশে সম্মান বয়ে নিয়ে আসতে পারি’।

তাদের সঙ্গে আসা ক্বারি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশ থেকে তিনজন প্রতিনিধি নির্বাচিত হয়ে কুয়েত এসেছে। আমরা আশা করি অন্য বারের মতো এবারও বাংলাদেশ ভালো কিছু করবে ইনশাআল্লাহ’।

এমআরএম/জেআইএম