ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আহমাদুল কবির | প্রকাশিত: ০৮:১৮ এএম, ১২ নভেম্বর ২০২৪

গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে মালয়েশিয়া বিএনপির উদ্যোগে আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগ সব রাজনীতির দল বাতিল করে একদলীয় বাকশাল গঠন করার পরও তারা ক্ষমতায় টিকে থাকতে পারেনি।’

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিক ছিলেন। তিনি নিজেকে শ্রমিক হিসেবে গর্ববোধ করতেন। শ্রমিকেরা সেই শ্রেণির মানুষ, যারা হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করেন। শ্রমিকেরা সেই মানুষ, যারা সৃষ্টি করেন, জন্ম দেন সবকিছু। আলোচনায় গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে মালয়েশিয়া প্রবাসিদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, মালেয়শিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন।

এছাড়া আলোচনায় আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি তালহা মাহমুদ, ড. এসএম রহমান তনু, শাখাওয়াত হোসেন, আরাফাত রহমান কোকো পরিষদের সভাপতি আলমগীর হোসেন, মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক ড. ওয়ালী উল্লাহ জাহিদ, প্রচার সম্পাদক এসএম বশির আলম, দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জাহাঙ্গির আলম খান, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডল, মো. জসিম উদ্দিনসহ মালয়েশিয়া শাখা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দল ও দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এমআরএম/জিকেএস