মালয়েশিয়ায় মানবপাচারের শিকার ৬ বাংলাদেশি উদ্ধার
মালয়েশিয়ায় মানবপাচারের শিকার ৬ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার সেলাঙ্গর রাজ্যের ক্লাং সেন্ট্রালে অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়।
গোয়েন্দা ও স্পেশাল অপারেশন ডিভিশনের অভিযানে মানবপাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত ৩০ বছর বয়সী এক বাংলাদেশিকেও গ্রেফতার করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, এসব বাংলাদেশিকে পর্যটক হিসেবে নিয়ে আসা হয়। পাসপোর্ট, ভিসা, ফ্লাইট টিকিটসহ সব ব্যবস্থা সিন্ডিকেটের লোকজন করে দেন। পরে তাদের নেওয়া হয় একটি ‘ট্রানজিট হাউসে’।
অভিযান চালানো হলে জানালা দিয়ে একজন পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় সাতটি বাংলাদেশি পাসপোর্ট এবং সাতটি স্মার্টফোনও জব্দ করা হয়।
১৮ থেকে ৪১ বছর বয়সী ছয় বাংলাদেশিকে পরবর্তী পদক্ষেপের জন্য মালাক্কার তানজুং ক্লিং-এর একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
এমআরএম/জিকেএস